মার্চ ৯, ২০২৪, ০৬:৫০ পিএম
বাংলাদেশ না ভারত। কার হাতে শোভা পাবে শিরোপা ছবি : বাফুফে
সাফ অনূর্ধ্ব ১৬ নারী চ্যাম্পিয়নশিপ ফুটবলের ফাইনালে রবিবার সুরভী আকন্দরা লড়বে ভারতের মেয়েদের বিপক্ষে। বেলা সোয়া তিনটায় আনফা কমপ্লেক্সে শুরু হবে ফাইনাল দ্বৈরথ।
সাফের বয়সভিত্তিক আসরের ফাইনাল মানেই যেন বাংলাদেশ ও ভারত। দক্ষিণ এশিয়ায় মেয়েদের ফুটবলে দুই পরাশক্তির লড়াই দেখার জন্য উদগ্রিব ফুটবলামোদীরাও।
যদিও গ্রুপ পর্বের পারফরমেন্সের নিরিখে ফাইনাল দ্বৈরথে এগিয়ে বাংলাদেশই। গ্রুপ পর্বে বাংলাদেশ নেপালকে ২-০, ভারতকে ৩-১ এবং ভুটানকে ৬-০ গোলে হারিয়েছে। অন্যদিকে ভারত হারিয়েছে নেপাল ও ভুটানকে। আর হেরেছে লাল সবুজের মেয়েদের কাছে।