ব্যাটিং ব্যার্থতায় ১৯১ রানেই অলআউট বাংলাদেশ

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২০, ২০২৫, ০৪:৩১ পিএম

ব্যাটিং ব্যার্থতায় ১৯১ রানেই অলআউট বাংলাদেশ

ছবি: সংগৃহীত

সফররত জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে মাত্র ১৯১ রানেই গুটিয়ে গেছে বাংলাদেশ। ঘরের মাঠও যেন অচেনা হয়ে উঠেছে টাইগারদের কাছে। জিম্বাবুয়ের বোলারদের কাছে একে একে উইকেট বিলিয়ে দিয়ে নাজমুল হোসেন শান্তর দল থেমেছে ১৯১ রানে।

এর আগে সিলেটে বছরের প্রথম টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেনে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

লাল বলের ক্রিকেট দুই দলের সর্বশেষ দেখা হয়েছে ২০২১ সালে। জিম্বাবুয়ের মাটিতে সেই টেস্ট সিরিজে বাংলাদেশ জিতেছিল। বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ ২০১৮ সালে টেস্ট জিতেছিল জিম্বাবুয়ে। সেই টেস্টটি হয়েছিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে, সেটি ছিল আবার সিলেট ভেন্যুর প্রথম টেস্ট।

বাংলাদেশ ১ম ইনিংস: ৬১ ওভারে ১৯১ (মুমিনুল ৫৬, নাজমুল ৪০, জাকের ২৮, হাসান ১৯, মাহমুদুল ১৪; মাসাকাদজা ৩/২১, মুজারাবানি ৩/৫০, মাধেভেরে ২/২)।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, সাদমান ইসলাম, মাহমুদুল হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, জাকের আলী (উইকেটরক্ষক), তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, নাহিদ রানা ও খালেদ আহমেদ।

জিম্বাবুয়ে একাদশ: বেন কারান, ব্রায়ান বেনেট, নিকোলাস ওয়েলচ, শন উইলিয়ামস, ক্রেইগ আরভিন (অধিনায়ক), ওয়েসলি মাধেভেরে, নিয়াশা মায়াভো (উইকেটরক্ষক), ওয়েলিংটন মাসাকাদজা, রিচার্ড এনগারাভা, ব্লেসিং মুজারাবানি ও ভিক্টর নিয়াউচি।

Link copied!