বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু জানালেন

কেনো নিজেদের আড়াল করে রেখেছেন সাকিবরা!

স্পোর্টস ডেস্ক

অক্টোবর ৯, ২০২৩, ০৭:৪১ এএম

কেনো নিজেদের আড়াল করে রেখেছেন সাকিবরা!

বাংলাদেশ ক্রিকেট দল সেভাবে কেনো মিডিয়ার সাথে মিশছে না। একেবারে দরকার না হলে কথা-বার্তা তেমন নেই।  এই সব ব্যাপার নিয়ে প্রশ্ন পেয়েছেন বিসিবির মিডিয়া বিভাগের চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু। তিনি জানান, দলের স্বার্থে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

রবিবার টাইগারদের অ্যাক্টিভিটি ছিল না। তানভীর আহমেদ টিটু সংবাদকর্মীদের সঙ্গে কথা বলেন। সেখানে জানান,‍‍`মুখে বলার মতো কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে আমরা সবাই জানি একটা টুর্নামেন্ট যখন শুরু হয়, তখন পুরো মনোযোগ টুর্নামেন্ট ভিত্তিক থাকা উচিত। এখানে আমরা যদি কথা বলি, সবাই যদি মিডিয়ার সঙ্গে খুব বেশি যোগাযোগ রাখি, তখন আসলে হয় কী, অনেক সময় কথায় কথায় অর্থ পরিবর্তন হয়ে যায়। সেটা বিভিন্নভাবে উপস্থাপন হয় এবং এগুলো নিয়ে একটা ইস্যু তৈরি হয়। এই ঝামেলাগুলো যেন না হয়, সেটাকে এড়িয়ে যেতেই সতর্কতা অবলম্বন করা খেলোয়াড়দের ক্ষেত্রে। দিন শেষে যেটা হয়, আমরা সবাই চাই বাংলাদেশ ভালো করুক। বাঙালি হিসেবে আপনি, আমি এবং সারা দেশ সবাই চায়। আমরা যে জিনিসটা করলে নিজেদের একটু মানসিকভাবে বুস্টআপ করে খেলায় মনঃসংযোগ করা যায়, তাহলে অবশ্যই দিন শেষে ভালো কিছু হয়।’

সাকিবের প্রশংসা করেন তিনি। এ ব্যাপারে তিনি বলেন,‘  এই মুর্হূতে, আমাদের অনেক খেলোয়াড় আছে যাদের অধিনায়কত্ব করার দক্ষতা আছে। কিন্ত সেরা বিকল্প সাকিবই। সে অভিজ্ঞ এবং সে জানেন কিভাবে চাপ সামলাতে হয় এবং কিভাবে তার খেলোয়াড়দের উপর খেকে চাপ দূর করতে হয়।’
তিনি আরও বলেন, ‘সত্যি বলতে, আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের আগে আমরা চিন্তায় ছিলাম। ভক্তরা, এমনকি আপনারাও চিন্তায় ছিলেন। কিন্তু খেলোয়াড়দের মধ্যে চাপের কোন লক্ষণ দেখা যায়নি। মানসিকভাবে শক্তিশালী এবং অনেক বেশি মনোযোগী ছিলেন তারা।’ 

Link copied!