ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে তারকা ক্রিকেটারদের মেলা। এখানে সাবেক ক্রিকেটাররাও রয়েছেন। পুরো ক্রিকেট দুনিয়ার সেরা মেধা যোগ দেয় এ আসরে। মোস্তাফিজুর রহমান চেন্নাই সুপার কিংসে পুরো সময়টা খেললে ভাল হতো বলে মনে করেন আকরাম খান।
মোস্তাফিজ ২ মে দেশে ফিরে আসবেন। ৩ মে চট্টগ্রামে জিম্বাবুয়ের সঙ্গে টি টোয়েন্টি সিরিজ। আকরাম অবশ্য মনে করেন,‘ আইপিএলের বড় মাপের টুর্নামেন্ট। সেখানে বিভিন্ন ধরনের উইকেটে এবং বিভিন্ন খেলোয়াড়দের বিপক্ষে খেলার সুযোগ রয়েছে। যা তার দক্ষতা বাড়াবে।’
গত এক বছর ধরে ফর্মহীনতায় ভোগা মোস্তাফিজ আইপিএলে ছন্দ খুঁজে পাওয়ায় খুশি আকরাম। তিনি বলেন, ‘আমরা গত এক বছর ধরে তার ফর্ম নিয়ে চিন্তিত ছিলাম। ফর্মের জন্য লড়াই করতে হয়েছে তাকে। কিন্তু এখন আমরা দেখেছি আইপিএলে খুব ভালো করছে সে। এটা আমাদের জন্য ভালো খবর। যেহেতু টেস্ট ক্রিকেট খেলছে না, আমি মনে করি তার আইপিএল খেলা চালিয়ে যাওয়া উচিত। এতে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশই উপকৃত হবে।’