ইরান দেখালো ইনজুরি টাইমেও দুই গোল দিয়ে জেতা যায়

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ২৬, ২০২২, ১২:১৮ এএম

ইরান দেখালো ইনজুরি টাইমেও দুই গোল দিয়ে জেতা যায়

কাতার বিশ্বকাপের ৬ষ্ঠ দিনের প্রথম খেলায় শেষ ৩ মিনিটের জোড়া গোলে ওয়েলসকে হারিয়েছে ইরান। নাটকীয়তায় মোড়ানো ম্যাচটি ২-০ তে জিতে নিয়েছে ইরান।

শুক্রবার বাংলাদেশ সময় বিকাল ৪টায় আহমেদ বিন আলি স্টেডিয়ামে মাঠে নামে ইরান ও ও ওয়েলস।

এ জয়ে শেষ ষোলোয় ওঠার আশা টিকে রইল ইরানের। আগের ম্যাচে যুক্তরাষ্ট্রের সঙ্গে ড্র করা ওয়েলস ইরানের কাছে হেরে অনেকটাই বিদায়ের পথে।

যোগ করা সময়ে ওয়েলসের জালে ঝড় তুলল ইরান, তিন মিনিটের ব্যবধানে এলো ২ গোল। ৯৭ মিনিট পর্যন্ত ০–০ স্কোরলাইনের ম্যাচ শেষের নাটকীয়তায় শেষ হলো এশিয়ান দলটির অনুকূলে– ইরান ২, ওয়েলস ০।

প্রথমার্ধে গোলের দেখা পায়নি ইরান-ওয়েলস। দ্বিতীয়ার্ধে মাঠে নেমে গোল করতে মরিয়া দুদল বেশ কয়েকটি আক্রমণ ও পাল্টা আক্রমণ করে। তবে খেলার ৮৩ মিনিটে ম্যাচটি নাটকীয়তায় মোড় নেয়। ওয়েলসের ফাঁকা ডিফেন্সে মেহেদি তারেমি বল নিয়ে ছুটলে গোলরক্ষক হেনেসি ডি বক্সের বাইরে এসে তাকে ফাউল করেন। প্রথমে রেফারি গোলরক্ষক হেনেসি হলুদ কার্ড দেখালেও পরে ভিআর সিদ্ধান্তে তাকে লাল কার্ড দিয়ে মাঠের বাইরে পাঠিয়ে দেন। পরে অবশ্য ফ্রি কিকে সুযোগ কাজে লাগাতে পারেনি।

পরে ম্যাচের অতিরিক্ত মিনিটে বাজিমাত করে ইরান। খেলার ৫ মিনিট বাকি থাকতে পরপর দুটি গোল করে ওয়েলসকে উড়িয়ে দেয় ইরান।

Link copied!