বিশ্বকাপ প্রস্তুতিতে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলংকা

ক্রীড়া ডেস্ক

অক্টোবর ১২, ২০২১, ০৯:২৮ পিএম

বিশ্বকাপ প্রস্তুতিতে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলংকা

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আইসিসি  আয়োজিত দু’টি প্রস্তুতিমূলক ম্যাচের প্রথমটিতে আজ শ্রীলংকার মুখোমুখি হচ্ছে টাইগাররা। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। আগামী ১৪ অক্টোবর আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ও শেষ প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে টাইগাররা। শ্রীলংকার বিপক্ষে প্রস্তুতিমূলক ম্যাচটি খেলতে পরশু রাতে আবুধাবিতে পৌঁছায় বাংলাদেশ দল। গতকাল ম্যাচের ভেন্যু আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৪টা থেকে ৭টা পর্যন্ত অনুশীলন করে মাহমুদুল্লাহ রিয়াদের দল। আর এই খেলাটি সম্প্রচার করবে র‌্যাবিডহোল বিডি ইউটিউব। 

অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে শ্রীলংকার মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশের মত জয় তকমা গায়ে আছে শ্রীলংকারও। সদ্যই ওমান জাতীয় দলের সাথে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছে লংকানরা। প্রথম ম্যাচ ১৯ রানে ও দ্বিতীয়টি ৫ উইকেটে জিতে শ্রীলংকা। এতে দুই ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে জিতলো লংকানরা। দু’টি প্রস্তুতি ম্যাচ শেষে বিশ্বকাপের বাছাই পর্বে খেলতে ১৫ অক্টোবর ওমানে যাবে  মাহমুদুল্লাহ রিয়াদের দল। বাছাই পর্বে ‘বি’ গ্রুপে রয়েছে টাইগাররা। ১৭ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। এরপর ১৯ ও ২১ অক্টোবর ওমান ও পাপুয়া নিউ গিনির বিপক্ষে লড়বে তারা। বিশ্বকাপের বাছাই পর্বে খেলতে হবে শ্রীলংকাকেও। গ্রুপ ‘এ’তে আছে শ্রীলংকা। সেখানে তাদের প্রতিপক্ষ আয়ারল্যান্ড, নামিবিয়া ও নেদারল্যান্ডস। ১৮ অক্টোবর নিজেদের প্রথম ম্যাচে নামিবিয়ার মুখোমুখি হবে শ্রীলংকা।

Link copied!