মারা গেছেন বিশ্বকাপের গোলমেশিন জাঁ ফন্তেইন

ক্রীড়া প্রতিবেদক

মার্চ ১, ২০২৩, ১১:৩২ পিএম

মারা গেছেন বিশ্বকাপের গোলমেশিন জাঁ ফন্তেইন

বিশ্বকাপের এক আসরে ১৩ গোল! এই অবিশ্বাস্য রেকর্ডটি করেছিলেন জাঁ ফন্তেইন (Just Fontaine)। ১৯৫৮ সালের সেই আসরে তিনি সাড়া ফেলে দিয়েছিলেন। কারণ এটাই এক বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড। যে রেকর্ডটি আজও অক্ষত আছে। এতদিন পৃথিবীর বুকে অক্ষত ছিলেন তিনি নিজেও। তবে মায়া ত্যাগ করে বিদায় জানালেন। বুধবারই বিশ্বকাপের এই গোলমেশিন পাড়ি জমালেন অনন্তলোকে।

ফ্রান্সের কিংবদন্তী স্ট্রাইকার ফন্তেইন মারা গেছেন আজ। তার পরিবারের বরাত দিয়ে খবরটি নিশ্চিত করেছে বার্তা সংস্থা এএফপি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর।

just-fontaine -1-1

জাঁ ফন্তেইন মরক্কোর মাহাকেসে ১৯৩৩ সালে জন্মগ্রহণ করেন, তার মা ছিলেন একজন স্প্যানিশ। জাঁ ফন্তেইনের জন্মের সময় মাহাকেস ফ্রেঞ্চ মরক্কোর অংশ ছিল। জাঁ ফন্তেইন ছিলেন জাত স্ট্রাইকার, নিখুঁত ফিনিশার। তাঁর ছিলো স্বচ্ছন্দ গতি, বল ও সহযোগী খেলোয়াড়দের বোঝার অসাধারণ দক্ষতা এবং দুই পায়েই শক্তিশালী শট নিতে পারতেন এই কিংবদন্তি। মরক্কোর কাসাব্লাঙ্কার হয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন তিনি, ১৯৫০ সাল থেকে খেলেছেন ১৯৫৩ পর্যন্ত। এরপর নিস ফুটবল ক্লাবের হয়ে খেলেন তিনি। ১০ নম্বর জার্সিধারী কিংবদন্তিদের মধ্যে অন্যতম রেমন্ড কোপার শূন্যস্থান পূরণের জন্য ১৯৫৬ তাকে দলে নিয়ে আসে ফুটবল ক্লাব গা’স। ক্যারিয়ারের শেষ পর্যন্ত এই ক্লাবেই খেলেন জাঁ ফন্তেইন।

এ পর্যন্ত বিশ্বকাপে মাত্র তিনজন ফুটবলার জাঁ ফন্তেইনের চেয়ে বেশি গোল করেছেন। যদিও তাঁরা সবাই টুর্নামেন্টের একাধিক আসর ও বেশি ম্যাচ খেলেছেন। জার্মানির মিরাস্লোভ ক্লোস (১৬ গোল), ব্রাজিলের রোনালদো নাজারিও দি লিমা (১৫) এবং জার্মানির বিশ্বকাপ জয়ের নায়ক জার্ড মুলার (১৪) গোল করেছেন।

just-fontaine 3

জাঁ ফন্তেইন বারবার ইনজুরিতে আক্রান্ত হওয়ায় শেষ পর্যন্ত খেলা চালিয়ে যেতে পারেননি। ১৯৬০ সালেই দুইবার পা ভাঙে তাঁর। ১৯৬২ সালে মাত্র ২৮ বছর বয়সে ইনজুরির কাছে পরাজিত হয়ে ফুটবল থেকে অবসর নেন ফুটবলের অন্যতম সেরা এক স্ট্রাইকার, ফুটবলকে যাঁর দেওয়ার ছিলো আরো অনেক কিছু। জাতীয় দলের হয়ে মাত্র ২১টি ম্যাচ খেলে গোল করেছেন ৩০টি, ৩০ গোল করা খেলোয়াড়দের মধ্যে ম্যাচ প্রতি ১.৪৩ গোল গড় নিয়ে তিনিই সেরা। ক্লাব ক্যারিয়ারে ২৩৫টি ম্যাচ খেলে মোট গোল করেছেন ১৯৭টি।

just-fontaine 4

যারা মনে করে, বর্তমানের তুলনায় আগের দিনে ফুটবলে গোল দেওয়া অনেক সহজ ছিল, তাদের জন্য উত্তরটা দিয়েছিলেন জাঁ ফন্তেইন নিজেই। তিনি বলেছিলেন, ‘না, ১৯৫৮ সালে গোল করা সহজতর ছিলো না। সবচেয়ে বড় কথা, রেফারি আমার সময়ের চেয়ে স্ট্রাইকারদের বেশি সুরক্ষা দিয়ে থাকে।’

এক আসরে ১৩ গোলের রেকর্ড ভাঙা সম্ভব নয় বলেও বিশ্বাস করতেন জাঁ ফন্তেইন। তাঁর মতে, ‘১৩ গোল একটি বিশাল সংখ্যা। আমার রেকর্ড ভাঙা? আমার মনে হয় না এটা কোনোদিন কেউ পারবে।’ ক্রিকেটের স্যার ডন ব্র‍্যাডম্যানের ৯৯.৯৪ গড়ের মতোই ফন্তেইনের এক বিশ্বকাপে ১৩ গোল ফুটবল ইতিহাসে রয়ে যাবে অবিনশ্বর এক কীর্তি হিসেবে।

Link copied!