মাহেলা শ্রীলংকায়, ধোনি ভারতে, বাংলাদেশের কেউ নেই.....

ক্রীড়া ডেস্ক

সেপ্টেম্বর ২৫, ২০২১, ১১:৫৯ এএম

মাহেলা শ্রীলংকায়, ধোনি ভারতে, বাংলাদেশের কেউ নেই.....

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডে শ্রীলংকা দলের ‘পরামর্শকের’ ভূমিকায় দেখা যাবে দেশটির সাবেক অধিনায়ক মাহেলা জয়াবর্ধনেকে। সেই সঙ্গে অনূর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপ প্রস্তুতির জন্য দলটির মেন্টরের ভূমিকা পালন করবেন মুম্বাই ইন্ডিয়ান্সের প্রধান কোচ।

১৭ অক্টোবরে ওমানে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্ব শুরু হবে। পরের পর্ব সংযুক্ত আরব আমিরাতে রয়েছে। শ্রীলংকা দেশসেরা সাবেক ক্রিকেটার মাহেলাকে বেছে নিয়েছে। ওদিকে ভারতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপে পরামর্শক ২০০৭ সালে প্রথম আসরের চ্যাম্পিয়ন মহেন্দ্র সিং ধোনি। তিনি ভারতীয় দলের সঙ্গে যাবেন। অধিনায়ক কোহলিকে পরামর্শ দেবেন। 

বাংলাদেশে মাশরাফি ও খালেদ মাহমুদ সুজন ক্রিকেটারদের খুব কাছ থেকে দেখেন। সুজন নিজে খেলোয়াড়দের খোঁজখবর নেন। আর মাশরাফি এ ধরণের কাজ খুব পছন্দ করলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে কোনো আমন্ত্রণ জানানো হয়নি। ফলে টি-টোয়েন্টি বিশ্বকাপে পরামর্শক ছাড়াই যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। আগামী ৩ অক্টোবর বিশ্বকাপের জন্য দেশ ছাড়ার কথা ক্রিকেটারদের। 

Link copied!