মুশফিক-সাকিব ছাড়া বাংলাদেশ দলে ৪ নতুন মুখ

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ১৭, ২০২১, ১২:০৩ এএম

মুশফিক-সাকিব ছাড়া বাংলাদেশ দলে ৪ নতুন মুখ

আরব আমিরাতে অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপে চরম ভরাডুবির পর এর রেশ কাটতে না কাটতেই শুরু হচ্ছে শেষ হওয়া বিশ্বকাপের সেমিফাইনালিস্ট পাকিস্তানের সঙ্গে টি-২০ ও টেস্ট সিরিজ। আসন্ন সিরিজের জন্য বাংলাদেশের দল ঘোষণা করা হয়েছে। এসেছে বড় পরিবর্তন। বাদ পড়েছেন ৬ ক্রিকেটার, দলে এসেছেন নতুন চার মুখ।

বাদ পড়াদের তালিকায় আছেন অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম, লিটন দাস ও সৌম্য সরকার। এবং সাকিব আল হাসান ও মোহাম্মদ সাইফউদ্দিন ইনজুরির কারণে দলে নেই। মাহমুদুল্লাহই থাকছেন অধিনায়ক।

এদিকে. প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলী। ৫ টেস্ট খেলা ওপেনার সাইফ হাসানও সুযোগ পেয়েছেন প্রথমবার। অন্য দুই ক্রিকেটার হলেন ইয়াসির আলী, শহীদুল ইসলাম।

মুশফিকের দলে জায়গা না পাওয়া প্রসঙ্গে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘শুধু পাকিস্তান সিরিজের জন্য বিশ্রাম দেওয়া হয়েছে মুশফিককে।’

বাংলাদেশ দল: মোহাম্মদ নাঈম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, মেহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, শামীম পাটোয়ারী, আমিনুল ইসলাম বিপ্লব, শহিদুল ইসলাম, ইয়াসির আলী রাব্বি ও আকবর আলী।

Link copied!