মেসি এখন ফ্রি কিকের রাজা

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ২, ২০২২, ০৯:০৬ পিএম

মেসি এখন ফ্রি কিকের রাজা

আর্জেন্টিনার হয়ে সবশেষ দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আলো ছড়িয়েছেন লিওনেল মেসি। প্যারিস সেন্ট জার্মেই, পিএসজির জার্সিতে ফিরেও নিজের দুর্দান্ত পারফরম্যান্স ধরে রেখেছেন লা আলবিসেলেস্তেদের অধিনায়ক। সেই সাথে জালের দেখা পেয়েছেন কিলিয়ান এমবাপ্পে। দুই তারকার কাঁধে ভর করে ফরাসি লিগ ওয়ানে নিসকে ২-১ গোলে হারিয়েছে পিএসজি।

ফরাসী ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইয়ের হয়ে ফ্রি কিকে একটি গোল করলেন লিওনেল মেসি। শনিবার রাতে নিসের বিপক্ষে এই গোলটি পিএসজির জার্সি গায়ে মেসির প্রথম ফ্রি কিক গোল। কিছুদিন আগে জ্যামাইকার বিপক্ষেও মেসি ফ্রি কিক থেকে একটি গোল করেছেন আর্জেন্টিনার জার্সি গায়ে। দীর্ঘদিন ক্রিস্টিয়ানো রোনালদোর সাথে ফ্রিকিক গোলের সংখ্যায় প্রতিযোগিতা ছিল। কিন্তু গত পাঁচ বছরে ফ্রি কিক গোলে রোনালদোকে ছাড়িয়ে গেছেন মেসি।

দুই হাজার এগারো সাল পর্যন্ত রোনালদোর ফ্রিকিক গোল সংখ্যা ছিল ৩০টি, বিপরীতে মেসির ছিল ৪টি। সাত বার বর্ষসেরা ফুটবলারের খেতাব জয়ী মেসি এখন পর্যন্ত ফ্রি কিক থেকে পেশাদার ফুটবলে ৬০টি গোল করেছেন। যদি ২০১৭-১৮ মৌসুম থেকে ধরা হয়, মেসির ধারেকাছেও কেউ নেই ইউরোপে। ইউরোপের সেরা পাঁচ ক্লাবের পরিসংখ্যান অনুযায়ী গত পাঁচ মৌসুমে মেসি ২১টি ফ্রি কিক গোল করেছেন। 

Link copied!