গুরবাজ ও জাদরানের সেঞ্চুরিতে আফগানিস্তানের ৩৩১

রেকর্ড করে সিরিজ বাঁচাতে হবে বাংলাদেশকে

স্পোর্টস ডেস্ক

জুলাই ৯, ২০২৩, ১২:১৮ এএম

রেকর্ড করে সিরিজ বাঁচাতে হবে বাংলাদেশকে

চট্টগ্রামে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে বাংলাদেশকে জয়ের জন্য ৩৩২ রানের টার্গেট দিয়েছে আফগানিস্তান। আগে কখনো এত রান তাড়া করে জেতেনি বাংলাদেশ। সিরিজ বাঁচাতে সে রেকর্ড গড়তে হবে। 

এর আগে ২০১৫ সালে স্কটল্যান্ডের বিপক্ষে ৩১৯ রান তাড়া করে ৩২২ রান করে বাংলাদেশ। আর সেই জয়ে বড় ভূমিকা রেখেছিল তামিম ইকবাল। আর এবার আফগানিস্তানের বিপক্ষে নেই তামিম।

৩৭তম ওভারের প্রথম বলে সাকিবের অফ স্ট্যাম্পের বাইরে পিচিং ডেলিভারি ফ্লিক করতে যেয়ে এলবিডাব্লুউতে থেমেছেন রাহমানুল্লাহ গুরবাজ। তবে ড্রেসিং রুমে ফেরার আগে আফগান ক্রিকেটে রচনা করেছেন নতুন ইতিহাস।

১২৫ বলে ১৩ চার, ৮ ছক্কায় ১১৬.০ স্ট্রাইক রেটে ১৪৫ রান করে নিজের চতুর্থ ওডিআই সেঞ্চুরিকে করেছেন মহিমান্বিত। আফগান ক্রিকেট ইতিহাসে ব্যক্তিগত ইনিংসে এটি দ্বিতীয় সর্বোচ্চ।

গত বছরের নভেম্বরে পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে ইব্রাহিম জাদরানের ১৬২ রানের পেছনে থাকছে গুরবাজের ইনিংসটি। তবে ওপেনিং পার্টনার ইব্রাহিম জাদরানকে নিয়ে করেছেন রেকর্ড।  

ওডিআই ক্রিকেটে প্রথম উইকেট জুটিতে আফগানিস্তানের সর্বোচ্চ রেকর্ড ছিল ১৪১ রান। ২০১২ সালে শারজায় নেদারল্যান্ডসের বিপক্ষে সেই রেকর্ডটা করেছিলেন করিম সাদিক-জাভেদ আহমেদজাই। যে কোনো জুটিতে এতদিন আফগানিস্তানের সর্বোচ্চ ছিল ২১৮*।

২০১০ সালে স্কটল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় উইকেট জুটিতে শাহাজাদ-করিম সাদিকের সেই রেকর্ডটা আফগানিস্তানের ১৪৫ ওয়ানডে ম্যাচে ছিল সর্বোচ্চ। শনিবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সেই রেকর্ড ভেঙেছেন রাহমানুল্লাহ গুরবাজ-ইব্রাহিম জাদরান।

বাংলাদেশ বোলারদের নিয়ে ছেলেখেলা উৎসবে আফগানিস্তানের ওপেনিং জুটি করেছে ২৫৬ রান। বাংলাদেশের বিপক্ষে যে কোনো প্রতিপক্ষের প্রথম উইকেট জুটিতে এটি দ্বিতীয় সর্বোচ্চ। ২০১৭ সালে বাংলাদেশের বিপক্ষে ওপেনিং জুটিতে দক্ষিণ আফ্রিকার ডি কক-হাশিম আমলা করেছিলেন ২৮২*, সেই জুটির রেকর্ড অক্ষত আছে।

১৯৯৭ সালে নাইরোবিতে কেনিয়ার কেনেডি ওটিয়েনো এবং দিপক চৌদাসমার ২২৫ রানের ওপেনিং পার্টনারশিপকে টপকে গেছেন রাহমানুল্লাহ গুরবাজ-ইব্রাহিম জাদরান। আফগান এই জুটির ২৫৬ রান অবশ্য জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম উইকেট জুটির সর্বোচ্চ। এর আগে ২০১৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে তামিম-বিজয়ের ১৫৮ ছিল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে  প্রথম উইকেট জুটিতে সর্বোচ্চ।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গুরবাজ-ইব্রাহিম জাদরানের ২৫৬ রান যে কোনো উইকেট জুটিতে দ্বিতীয় সর্বোচ্চ। গত বছরের ১০ ডিসেম্বর দ্বিতীয় উইকেট জুটিতে  কোহলি-ইশান কিষানের ২৯০ রান এখনও জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সর্বোচ্চ।

Link copied!