নভেম্বর ২২, ২০২২, ১০:৪৩ এএম
সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে আর্জেন্টিনা।
আর ওই ম্যাচে জিতলেই বিশ্বরেকর্ড ছোঁয়া হয়ে যাবে আলবিসেলেস্তেদের। আর দ্বিতীয় ম্যাচে রেকর্ডটি এককভাবে নিজেদের করে নিতে পারবে আর্জেন্টিনা।
সৌদির বিপক্ষে মাঠে নামার আগে এখন পর্যন্ত টানা ৩৬ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড রয়েছে মেসিদের। আরব দেশটির বিপক্ষে আজ জিতলেই কিংবা ড্রয়ে শেষ করতে পারলেই সংখ্যাটা পৌঁছে যাবে ৩৭-এ। আন্তর্জাতিক ফুটবলের জন্য যা রেকর্ডই বটে। এখন পর্যন্ত টানা ৩৭ ম্যাচে অপরাজিত থেকে শীর্ষে রয়েছে ইতালি। আর্জেন্টিনা আজ জিতলেই ইতালির সঙ্গে সেই শ্রেষ্ঠত্বে ভাগ বসাবে।
প্রায় তিন বছর আগে ২০১৯ সালের কোপা আমেরিকায় সবশেষ পরাজয়ের স্বাদ নিয়েছিলেন মেসি-মার্টিনেজরা। কোপার সেই আসরে ব্রাজিলের কাছে সেমিফাইনালে হেরে বিদায় নিয়েছিল আর্জেন্টিনা। এর পর আর কোনো ম্যাচ হারেনি আলবিসেলেস্তেরা।