২৪ ডিসেম্বর শুরু হচ্ছে ডিএনসিসি মেয়র কাপ

ক্রীড়া ডেস্ক

ডিসেম্বর ৬, ২০২১, ০৫:৫৬ এএম

২৪ ডিসেম্বর শুরু হচ্ছে ডিএনসিসি মেয়র কাপ

২৪ ডিসেম্বর পর্দা উঠবে ডিএনসিসি মেয়র কাপ ২০২১-এর। আর্মি স্টেডিয়ামে জমকালো আয়োজনে হবে উদ্বোধনী অনুষ্ঠান।

এদিকে আজ রোববার হয়ে গেলো ঢাকা উত্তর সিটি করপোরেশনের আয়োজনে ডিএনসিসি মেয়র কাপ ২০২১-এর ড্র ও জার্সি প্রদান অনুষ্ঠান।

গুলশানে উত্তর সিটি করপোরেশনে কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মাননীয় মেয়র জনাব আতিকুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব সেলিম রেজা,ক্রীড়া ও সাংস্কৃতিক স্থায়ী কমিটির সভাপতি ও ৩৯ নং ওয়ার্ড কাউন্সিলর জনাব শফিকুল ইসলাম।

কাউন্সিলরদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জনাব মো: তাইজুল ইসলাম, জনাব মো: নাসির, জনাব সৈয়দ হাসান নূর ইসলাম, জনাব মো: জাহাঙ্গীর আলম,জনাব শরিফুল ইসলাম ভূঁঞা, জনাব মো: জাইদুল ইসলাম মোল্লা, জনাব মো:আলী আকবর, জনাব মোহাম্মদ শরীফুর রহমান, মিতু আক্তার, রোকসানা আলম ।

মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর অনুপ্রেরণায় ‘খেলাধুলায় ব্যস্ত থাকি, মাদককে দূরে রাখি’ এই স্লোগানকে সামনে রেখে হচ্ছে ডিএনসিসি মেয়র কাপ। যেখানে ফুটবল, ক্রিকেট ও ভলিবল তিন ইভেন্টে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫৪টি ওয়ার্ড ও ১৮ সংরক্ষিত নারী কাউন্সিলরদের দল অংশ নেবে।

ক্রিকেট ইভেন্টের টেকনিক্যাল ডিরেক্টর জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট ও ভলিবল ইভেন্টের টেকনিক্যাল ডিরেক্টর ও বাংলাদেশ ভলিবল ফেডারেশনের যুগ্ম সাধারন সম্পাদক ফজলে রাব্বি বাবুল এদিন উপস্থিত ছিলেন।

মেয়র কাপের টাইটেল স্পন্সর সাইফ পাওয়ারটেক লিমিটেড। পাওয়ারড বাই রানার ও আকাশ। কো পাওয়ারড বাই দারাজ।

Link copied!