অনেকে অঘটন বলবে। আবার চমক তো বলছেই। একটি ক্লাব ৭৪ বছর পর ইংলিশ প্রিমিয়ার লিগ বা শীর্ষ অবস্থানের লিগে এসেছে আর্সেনালকে হারিয়ে দেয়? এটা কি বিশ্বাস করার মত। যেখানে আর্সেনাল নিয়মিত লিগ খেলে! সেটাই হয়েছে। ২০২১-২২ মৌসুমের ইংলিশ প্রিমিয়ার লিগ শুরু হয়েছে। আর রাতে সে ম্যাচে চ্যাম্পিয়নশিপ থেকে আসা ক্লাব ব্রেন্টফোর্ড ২-০ গোলে আর্সেনালকে হারিয়েছে। হার দিয়ে মৌসুম শুরু লন্ডনের ক্লাবটির।
ব্রেন্ডফোর্ড কমিউনিটি স্টেডিয়ামে হাসি ও কান্নার এক পরিবেশ। তাদের ক্লাব এতোদিন পর প্রিমিয়ারলিগে ফিরেই এমন কীর্তি দেখালো। অন্যদিকে আর্সেনালকে ধুয়ে দিচ্ছেন সাবেক ফুটবলার ও সমর্থকরা। দুবার করোনা মহামারীর ধাক্কা সামলে আবারো স্টেডিয়ামে দর্শক ফিরেছেন।
ম্যাচের ২২ মিনিটে কানোসের গোলে লিড নেয় ব্রেন্টফোর্ড। এরপর ৭৩ মিনিটে নরগার্ড ব্যবধান দ্বিগুণ করেন। এই ফলেই ম্যাচ শেষ হয়। গত মৌসুমে আর্সেনাল অষ্টম হয়ে মৌসুম শেষ করেছিল। এবার ভাল কিছুর ইঙ্গিত দেখা যাচ্ছে না।