ইয়াবা পাচার মামলায় ৮ রোহিঙ্গার যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ৩০, ২০২৩, ০৮:২৯ পিএম

ইয়াবা পাচার মামলায় ৮ রোহিঙ্গার যাবজ্জীবন

ইয়াবা পাচারের অভিযোগে দায়ের মামলায় মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশের আশ্রয় নেওয়া ৮ রোহিঙ্গাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাদের প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

সোমবার দুপুরে কক্সবাজার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে এসটি ৪৫৭-২১ মামলাটির শুনানি শেষে বিচারক নিশাত সুলতানা এ রায় ঘোষণা করেন।

তিনি জানান, '২০১৯ সালে ৮ লাখ পিস ইয়াবাসহ মিয়ানমারের ৮ নাগরিককে গ্রেপ্তার করেছিল আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ২০২১ সালে এই মামলার বিচার শুরু হয়। আজ আদালত ৮ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেককে ১ লাখ টাকা করে অর্থদণ্ড দিয়েছেন।'

দণ্ডপ্রাপ্তরা  হলেন-মোহাম্মদ দইল্যা, মো. রবি আলম, মোহাম্মদ আলম, মো. শফিকুল, মো. রফিক, মো. নুরে আলম, আলী আহমদ ও নুরুল আমিন। তারা সবাই মিয়ানমারের আকিয়াব ও মংডুর বিভিন্ন থানার বাসিন্দা। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

Link copied!