দেশব্যাপী টিকাদান কর্মসূচির শুরুর পর এপর্যন্ত ৩১ লাখের বেশি মানুষ স্বতঃস্ফূর্তভাবে করোনার টিকা নিয়েছেন। সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে এ পর্যন্ত করোনার টিকা নিয়েছেন ৩১ লাখ ১০ হাজার ৫২৫ জন। এদের মধ্যে ২০ লাখ ১২ হাজার ১৮১ জন পুরুষ এবং ১০ লাখ ৯৮ হাজার ৩৪৪ জন নারী টিকা নিয়েছেন।
এছাড়া টিকাগ্রহণের পর এ পর্যন্ত মোট ৭৩৩ জনের শরীরে সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে। তবে তা জটিল নয় বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।
রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিবৃতিতে সর্বশেষ টিকাদান পরিস্তিতি নিয়ে এসব তথ্য জানানো হয়। গত ৭ ফেব্রুয়ারি দেশব্যাপী টিকাদান কর্মসূচি শুরু পর প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এই কার্যক্রম চলছে।
বিবৃতিতে বলা হয়, রবিবার সারাদেশের ১ হাজার ৫টি কেন্দ্র টিকা নিয়েছেন ১ লাখ ২৫ হাজার ৭৫২ জন। তাদের মধ্যে ৭৫ হাজার ১৫৫ জন পুরুষ, আর নারী ৫০ হাজার ৫৯৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, সারাদেশে টিকা নেওয়া ৩১ লাখ ১০ হাজার ৫২৫ জনের মধ্যে ঢাকা বিভাগের আছেন নয় লাখ ৪১ হাজার ৩৩৯ জন। এছাড়া ময়মনসিংহ বিভাগে বিভাগে ১ লাখ ৩৫ হাজার ১২৪ জন, চট্টগ্রাম বিভাগে ৬ লাখ ৮১ হাজার ৮০৩ জন, রাজশাহী বিভাগে ৩ লাখ ৪৩ হাজার ৯১০ জন, রংপুর বিভাগে ২ লাখ ৮৪ হাজার ২৩০ জন, খুলনা বিভাগে ৩ লাখ ৮৪ হাজার ৫৫৬ জন, বরিশাল বিভাগে ১ লাখ ৪৭ হাজার ৪৭২ জন এবং সিলেট বিভাগ ১ লাখ ৯২ হাজার ৯১ জন টিকা নিয়েছেন।