করোনায় রাজশাহীতেই মৃত্যু ছাড়াল ৯০০!

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ৩, ২০২১, ০১:০০ এএম

করোনায় রাজশাহীতেই মৃত্যু ছাড়াল ৯০০!

রাজশাহী বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় ২০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মহামারি করোনাভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়াল ৯১০। এসময়ে বিভাগে সুস্থ হয়েছেন ৬২২ জন। এখন পর্যন্ত সুস্থ হওয়া ব্যক্তির সংখ্যা ৪০ হাজার ছাড়িয়েছে।

শুক্রবার (২ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, মৃত ৯১০ জনের মধ্যে সর্বোচ্চ ৪০৮ জনের মৃত্যু হয়েছে বিভাগের বগুড়া জেলায়। দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে রাজশাহী জেলায় ১৬৪ জনের। এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জে ১১৪ জন, নওগাঁয় ৮৫, নাটোরে ৫৭, জয়পুরহাটে ২৯, সিরাজগঞ্জে ৩০ ও পাবনায় ২৩ জনের মৃত্যু হয়েছে।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৪৮৬ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৮৫১ জনের। শনাক্তের হার ২৪ দশমিক ৪১। আগের দিন ৫ হাজার ৩১৩ জনের নমুনা পরীক্ষায় ১ হাজার ২৭৯ জনের করোনা শনাক্ত হয়েছিল। শনাক্তের হার ছিল ২৪ দশমিক শূন্য ৭। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় বিভাগে নমুনা পরীক্ষার পরিমাণ কমেছে। সঙ্গে শনাক্ত কমলেও সংক্রমণের হার বেড়েছে। ২৪ ঘণ্টায় শনাক্ত ৮৫১ জন নিয়ে বিভাগে মোট করোনার রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৭ হাজার ৮৮৪। শনাক্ত ব্যক্তিদের মধ্যে ২৪ ঘণ্টায় পাবনায় শনাক্ত হয়েছেন সর্বোচ্চ ২৪৪ জন। এ ছাড়া রাজশাহীতে ২৪১ জন, চাঁপাইনবাবগঞ্জে ৪০, নওগাঁয় ৪৯, নাটোরে ৭৮, জয়পুরহাটে ৩১, বগুড়ায় ১০০ ও সিরাজগঞ্জে ৬৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

এদিকে রাজশাহী বিভাগে গত প্রায় দুই সপ্তাহের মধ্যে ২৪ ঘণ্টায় সুস্থ হওয়া রোগীর সংখ্যা বেড়েছে। বিভাগে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬২২ জন। আগের দিন সুস্থ হয়েছিলেন ৪৭৫ জন। নতুন ৬২২ জন নিয়ে বিভাগে মোট সুস্থ হয়েছেন ৪০ হাজার ৬৯ জন। বর্তমানে বিভাগের ৮টি জেলায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৬ হাজার ৫২২ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ২০৮ জন। বিভাগে হাসপাতালের বাইরে বাড়িতে চিকিৎসা নিচ্ছেন ১১ হাজার ২৯৩ জন।

Link copied!