গণপরিবহন বন্ধ হচ্ছে

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ২৭, ২০২১, ১২:০৮ এএম

গণপরিবহন বন্ধ হচ্ছে

করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে আগামী সোমবার ( ২৮ জুলাই) থেকে সীমিত আকারের লকডাউনে সারা দেশে গণপরিবহন বন্ধ থাকবে। এরপর বৃহস্পতিবার (১ জুলাই) থেকে সর্বাত্মক লকডাউন। শনিবার (২৬ জুন) রাতে উচ্চপর্যায়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

আগামী সোমবার (২৮ জুন) থেকে সারা দেশে সাতদিনের ‘কঠোর লকডাউন’ শুরু হওয়ার কথা থাকলেও সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে। আগামী বৃহস্পতিবার (১ জুলাই) থেকে সারা দেশে শুরু হচ্ছে ‘সর্বাত্মক লকডাউন’।আর সোমবার থেকে সীমিত পরিসরে ‘লকডাউন’ শুরু হবে।

শনিবার (২৬ জুন) সন্ধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠক শেষে এ তথ্য জানা যায়।

জানা গেছে, লকডাউনের সিদ্ধান্ত পরিবর্তন হলেও সোমবার থেকে গণপরিবহন বন্ধ হয়ে যাবে। মার্কেট, হোটেল–রেস্তোরাঁসহ কিছু কিছু ক্ষেত্রে সীমিত পরিসরে লকডাউন শুরু হবে। এই সময়ে কিছু কার্যক্রম চালু থাকবে। আর ১ জুলাই থেকে সাতদিনের সর্বাত্মক লকডাউন শুরু হবে।

সূত্রে জানা গেছে, চলতি বাজেট অধিবেশন ও বাজেট পাসের কারণে ১ জুলাই থেকে লকডাউন কার্যকর হবে। এছাড়াও ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের জুন ক্লোজিংও গুরুত্ব দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব রবিবার (২৭ জুন) বিস্তারিত জানাবেন। বৃহস্পতিবার (০১ জুলাই) থেকে লকডাউন দেওয়ার বিষয়ে তিনি নিশ্চিত করে বলেন, এ রকমই সিদ্ধান্ত হয়েছে।

 

 

Link copied!