ব্রাজিলের হাসপাতালগুলোয় তীব্র অক্সিজেন সংকট

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ২৫, ২০২১, ০৭:৩৬ পিএম

ব্রাজিলের হাসপাতালগুলোয় তীব্র অক্সিজেন সংকট

ব্রাজিলে করোনা ভাইরাসের ব্যাপক বিস্তারের প্রভাবে হাসপাতালগুলোতে তীব্র অক্সিজেন সংকট তৈরি হয়েছে। করোনার নতুন ধরণের প্রভাবে দেশটি বর্তমানে সারা বিশ্বের মধ্যে একদিনে আক্রান্ত ও মৃত্যুতে শীর্ষ অবস্থানে পৌঁছেছে। গত দুই মাসের মধ্যে চলতি সপ্তাহে দেশটিতে সবচেয়ে নাজুক পরিস্থিতি তৈরি হয়েছে।

জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের হিসাব মতে, ব্রাজিলে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে প্রায় তিন লাখ মানুষ মারা গেছেন। গত এক সপ্তাহে মারা গেছেন দুই হাজার দুইশ পঞ্চান্ন জন, নতুন শনাক্ত হয়েছে পাঁচ লাখ তেরো হাজার চারশ আট জন।

সংক্রমণের এই উর্ধ্বগতির মধ্যেই মহামারী বিশেষজ্ঞ জেসেম ওরেলানা গণমাধ্যমকে জানান, পর্যাপ্ত অক্সিজেন, ঔষধ ও চিকিৎসা সরঞ্জামের অভাব আগামী সপ্তাহগুলিতে ব্রাজিলের হাসপাতালগুলোতে মহামারি হয়ে দেখা দেবে।

দেশটির ২৬ টি রাজ্যের করোনা রোগীদের চিকিৎসায় ব্যবহৃত হাসপাতালগুলোতে রোগী উপচে পড়ছে। প্রয়োজনীয় বিছানার অভাবে রোগীরা হাসপাতালগুলের মেঝেতে মারা যাচ্ছে। আবার কোথাও রোগীরা অক্সিজেনের অভাবে মারা যাচ্ছে।

গত শুক্রবার রিও গ্র্যান্ডে ডো সুলের চাম্পো বোম শহরের লরো রিয়াস হাসপাতালে অক্সিজেন সরবরাহে সমস্যা দেখা দেয়ায় ৬ জন রোগীর মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীরা বলেন, প্রায় ৩০ মিনিট ধরে অক্সিজেন সরবরাহ বন্ধ ছিল। রোগীদের অক্সিজেন সরবরাহ করতে না পারায় অনেক চিকিৎসক কান্নায় ভেঙে পড়েন।

সূত্র:আলজাজিরা।  

Link copied!