ভারতে একদিনে করোনাভাইরাসে নতুন আক্রান্ত হয়েছে এক লাখ ৫২ হাজার ৮৭৯ জন। এক দিনের আক্রান্তের হিসাবে এটিই ভারতের সর্বাধিক। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।
রবিবার (১১ এপ্রিল) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ভারতজুড়ে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ চলছে। দেশের অনেক জায়গায় হাসপাতাল ধারণ ক্ষমতা অতিক্রম করেছে।
গত এক দিনে ভারতে করোনায় মৃত্যু হয়েছে ৮৩৯ জনের। গত পাঁচ মাসে এটিই সর্বাধিক। এ নিয়ে ভারতে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়াল এক লাখ ৬৯ হাজার ২৭৫ জন।
এ পর্যন্ত ভারতের এক কোটি ৩৫ লাখ ৫০ হাজারের বেশি মানুষের শরীরে করোনার সংক্রমণ হয়েছে। যা বিশ্বে তৃতীয়। মার্কিন যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ ও লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে দ্বিতীয় সর্বোচ্চ করোনার সংক্রমণ হয়েছে।
ভারতের এক কোটি ৩৫ লাখ আক্রান্তের মধ্যে এ পর্যন্ত করোনা থেকে সেরে উঠেছে এক কোটি ২০ লাখ ৮১ হাজারের বেশি মানুষ সুস্থ হতে পেরেছে।