লকডাউন নিয়ে যা জানালেন স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ২, ২০২২, ০১:৪৪ এএম

লকডাউন নিয়ে যা জানালেন স্বাস্থ্যমন্ত্রী

এখনই লকডাউন নিয়ে কোন সিদ্ধান্ত নেই সরকারের। তবে করোনা সংক্রমণের হার উর্ধ্বমুখী হলে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। শনিবার (১ জানুয়ারি) বিকেলে মানিকগঞ্জ জেনারেল হাসপাতালে কোভিড ১৯ এর বুস্টার ডোজ প্রদান উদ্বোধনের আগে সাংবাদিকদের এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

জাহিদ মালেক বলেছেন, “করোনার সংক্রমণের হার বাড়ছে। তবে এখনও লকডাউনের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেই সরকারের। সংক্রমণের হার ঊর্ধ্বমুখী থাকলে বিষয়টি বিবেচনা করা হবে।

তিনি বলেন, “ওমিক্রনে একদিনেই যুক্তরাজ্যে লাখ ও আমেরিকাতে লাখ পর্যন্ত সংক্রমিত হয়েছে। আমাদের দেশে এই অবস্থা আমরা চাই না।

দেশকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।

ওয়ার্ড পর্যায়ে করোনার টিকা কার্যক্রম শুরু হয়েছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “জানুয়ারি মাসে অন্তত কোটি ডোজ ভ্যাকসিন দেওয়া সম্ভব হবে। আগামী এপ্রিল-মে মাসের মধ্যেই আমরা সাড়ে ১২ কোটি জনগণকে দ্বিতীয় ডোজ সম্পন্ন করতে পারবো।

Link copied!