চলতি মাসের শেষ সপ্তাহে ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে কেনা টিকার দ্বিতীয় চালানে ৫০ লাখ ডোজ ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। কিন্তু এর বদলে এ মাসের চালানে ২০ লাখ টিকা আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকাদান কার্যক্রম পরিদর্শন ও সুরক্ষা অ্যাপের কার্যক্রম উদ্বোধনের পর তিনি এসব কথা বলেন।
সেসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এই মাসে ভারত থেকে ৫০ লাখ টিকা আসার কথা ছিলো। এর বদলে ২০ লাখ টিকার ঢাকায় আসবে। তবে সামনের মাসে আরও বেশি টিকা পাবো বলে আশা করি।'
সুরক্ষা অ্যাপের কার্যক্রম উদ্বোধনের সময় আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন-সহ স্বাস্থ্যসেবা বিভাগের সচিব, ডিজি ও কুর্মিটোলা হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জামিল এবং বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা উপস্থিত ছিলেন।
অ্যাপের বিষয় জানতে চাইলে জাহিদ মালেক বলেন, ‘এতোদিন ওয়েবসাইট ছিলো, এখন অ্যাপ তৈরি করা হয়েছে। যার মাধ্যমে যেকোন ব্যক্তি সরাসরি নিবন্ধন করতে পারবে। এর ফলে সিস্টেম টা আরো সহজ হলো এবং রেজিষ্ট্রেশনের গতিও বাড়বে।’
স্পট নিবন্ধন সম্পর্কে জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, 'স্পট নিবন্ধন আপাতত বন্ধ থাকবে। বয়স্কদের জন্যও খুব দ্রুত সুব্যবস্থা করা হবে।‘
এছাড়া সেরাম ইনস্টিটিউটের কেনা টিকার পাশাপাশি ডব্লিওএইচও’র প্রজেক্ট থেকেও টিকা পাওয়ার সম্ভাবনা আছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।