বিশ্বকাপ থেকে মুসলমানদের দূরে থাকতে আল কায়েদার হুঁশিয়ারি

ক্রীড়া ডেস্ক

নভেম্বর ২০, ২০২২, ০৭:৫২ পিএম

বিশ্বকাপ থেকে মুসলমানদের দূরে থাকতে আল কায়েদার হুঁশিয়ারি

শুরু হচ্ছে কাতার বিশ্বকাপ। আজ (২০ নভেম্বর) কাতারের মাঠে গড়াবে বিশ্বকাপের প্রথম বল। প্রতি আসরের মতো বিশ্বকাপ জ্বরে আক্রান্ত বিশ্ববাসী। এদিকে মুসলমানদের এই ফুটবল উন্মাদনা এড়িয়ে চলতে হুঁশিয়ারি দিয়েছে জঙ্গি সংগঠন আল কায়েদা।

আন্তর্জাতিক এই জঙ্গি সংগঠনটির আঞ্চলিক একটি শাখা এই হুঁশিয়ারি বার্তা প্রচার করেছে বলে রয়টার্সের প্রতিবেদনে জানা যায়।

প্রতিবেদনে বলা হয়েছে, কাতারে অনুষ্ঠিত হতে যাওয়া ফুটবল বিশ্বকাপ এড়িয়ে চলতে বিশ্বব্যাপী মুসলমানদের আহ্বান জানিয়েছে আল কায়েদার আঞ্চলিক একটি শাখা। যদিও জঙ্গিগোষ্ঠীটি ফুটবল বিশ্বকাপের সঙ্গে সংশ্লিষ্ট হামলার হুমকি বা সহিংসতার প্রচার করা বন্ধ করে দিয়েছে বলে একটি পর্যবেক্ষক গ্রুপের প্রতিবেদনে বলা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, অনৈতিক লোক, সমকামী, দুর্নীতি ও নাস্তিকতার বীজ বপনকারীদের আরব উপদ্বীপে নিয়ে আসার জন্য কাতারের সমালোচনা করেছে আল কায়েদা জঙ্গিগোষ্ঠীর ইয়েমেনভিত্তিক শাখা আল কায়েদা ইন অ্যারাবিয়ান পেনিনসুলা। গোষ্ঠীটি বলেছে, বিশ্বকাপের এই ইভেন্টটি ‘মুসলিম দেশগুলোতে দখলদারিত্ব ও অত্যাচার থেকে মনোযোগ সরাতে কাজ করছে।

শনিবার ইন্টেলিজেন্স গ্রুপ সাইটের প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, প্রথমবারের মতো মুসলিমপ্রধান একটি দেশে টুর্নামেন্ট শুরু হওয়ার একদিন আগে আল কায়েদা ইন অ্যারাবিয়ান পেনিনসুলা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে— ‘আমরা আমাদের মুসলিম ভাইদের এই বিশ্বকাপ ইভেন্ট অনুসরণ করা বা এতে যোগদান থেকে সতর্ক করছি।’

এলজিবিটি অধিকারের পাশাপাশি সামাজিক বিধিনিষেধসহ কাতারের মানবাধিকার রেকর্ড নিয়ে সমালোচনার প্রতিক্রিয়ায় বিশ্বকাপের এই আয়োজক দেশ বলেছে— ধর্ম, বর্ণসহ যৌন অভিমুখিতা বা পটভূমি নির্বিশেষে বিশ্বকাপ চলাকালীন সবাইকে কাতারে স্বাগত জানানো হবে।

Link copied!