আওয়ামী লীগে ছিলাম, আছি এবং থাকব: সোহেল তাজ

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ১৫, ২০২২, ০৮:২৮ পিএম

আওয়ামী লীগে ছিলাম, আছি এবং থাকব: সোহেল তাজ

বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দিনের ছেলে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ বলেছেন, আমি আওয়ামী লীগে ছিলাম, আছি ও থাকব।”

জাতীয় শোক দিবসে সোমবার রাজধানীর বনানী কবরস্থানে শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

রাজনীতিতে ফিরছেন কিনা-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “আসলে আমি তো রাজনৈতিক পরিবারের সন্তান। আমার পিতা শহিদ তাজউদ্দীন আহমদ মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। আমার মা ১৯৭৫ পরবর্তী সময়ে বাংলাদেশ আওয়ামী লীগের আহ্বায়ক ছিলেন। আমাদের রক্তের ভেতরে আওয়ামী লীগ।”

সোহেল তাজ বলেন, “আমি আওয়ামী লীগে ছিলাম, আছি এবং থাকব। বরাবরই বলে এসেছি, আমাকে যদি প্রয়োজন হয় যখন ডাকবেন আমাকে তখনই পাবেন।’
দেশের জন্য বঙ্গবন্ধুর অবদান তুলে ধরার আহ্বান জানিয়ে তাজউদ্দীনপুত্র বলেন, “বঙ্গবন্ধুর বাংলাদেশের প্রতি যেই অবদান সেটি সঠিকভাবে তুলে ধরতে হবে। আমাদের সুন্দর বাংলাদেশ গড়তে হলে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হবে।”

তিনি বলেন, “ আমি মনে করি, আমাদের সেই সোনার মানুষ, ভালো মানুষ তৈরি করতে এখনই উদ্যোগ নিতে হবে। শোকাহত এই দিনে আমাদের সবারই শপথ নেওয়া উচিত, নিজেদের ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে।

প্রসঙ্গত, সোহেল তাজ আওয়ামী লীগে ফিরছেন বলে গত কিছুদিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছে। আসছে ডিসেম্বরে আওয়ামী লীগের কাউন্সিলে তাকে গুরুত্বপূর্ণ পদ দেওয়া হতে পারে বলে অনকেই মনে করছেন।

তানজিম আহমদ সোহেল তাজ একটি ঘটনার পরিপ্রেক্ষিতে অভিমান করে প্রথমে মন্ত্রিত্ব পরে সংসদ সদস্য পদ ছাড়েন। এরপর তিনি রাজনীতি থেকে দূরে সরে বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন।

Link copied!