পাকিস্তান ও চাইনিজ তাইপে চ্যাম্পিয়ন

ক্রীড়া ডেস্ক

জানুয়ারি ১৪, ২০২৩, ০৫:০৮ এএম

পাকিস্তান ও চাইনিজ তাইপে চ্যাম্পিয়ন

 

আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের অনুমোদনক্রমে ও বাংলাদেশ টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্স, রমনায় ০৯-১৯ জানুয়ারী ২০২৩ পর্যন্ত ‘২০২৩ আইটিএফ এশিয়া অনূর্ধ্ব-১৪ ডেভেলপমেন্ট চ্যাম্পিয়নশীপস’এর প্রথম প্রতিযোগিতার চূড়ান্ত দিনে বালক একক, বালক দ্বৈত ও বালিকা দ্বৈতের ফাইনাল এবং স্থান নির্ধানীসহ মোট ১০টি খেলা অনুষ্ঠিত হয়।  

বালক এককের ফাইনালে পাকিস্তানের আবুবকর তালহা ৭-৫, ৪-৬, ৭-৬ গেমে প্রতিপক্ষ স্বদেশী রোমান তালহাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বালক দ্বৈতের ফাইনালে পাকিস্তানের রেমান - তালহা জুটি ৬-১, ৬-১ গেমে প্রতিপক্ষ বাংলাদেশের জাওয়াদ - তুষার জুটিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। গতকাল বালিকা এককের ফাইনালে চাইনিজ তাইপের ইয়ান রং ঝং ৬-২, ৬-২ গেমে প্রতিপক্ষ মায়ানমারের থাই হায়াত মিন্ট কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

বালিকা দ্বৈতের ফাইনালে চাইনিজ তাইপের ইয়েন নি চিয়াং ও ইয়ান রং ঝং জুটি ৬-১, ৬-২  গেমে মায়ানমারের ওন চি ছার ও তায় হায়াত মিন্ট জুটিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

প্রতিযোগিতার চূড়ান্ত ফলাফলে বাংলাদেশের জাওয়াদ ভূঞা ৮ম, তানভির মুন তুষার ৯ম, হুমায়রা হায়দার জারা ৭ম ও সুমাইয়া সুলতানা ১১তম স্থান অধিকার করে।

১৪ জানুয়ারী ২০২৩ কোন খেলা অনুষ্ঠিত হবে না। ইভেন্টের দ্বিতীয় প্রতিযোগিতা ১৫ জানুয়ারী ২০২৩ হতে একই ভেন্যুতে শুরু হবে। 

Link copied!