প্রতি বছর বাংলাদেশের প্রায় ১৬ লাখ মানুষ ভিসা নিয়ে ভারতে যাচ্ছে: ভারতীয় হাইকমিশনার

কূটনৈতিক প্রতিবেদক

জানুয়ারি ২৭, ২০২৩, ০৩:৫৮ এএম

প্রতি বছর বাংলাদেশের প্রায় ১৬ লাখ মানুষ ভিসা নিয়ে ভারতে যাচ্ছে: ভারতীয় হাইকমিশনার

বাংলাদেশ ভারতের মধ্যে সর্ম্পক হৃদয়ের, ভালোবাসার মন্তব্য করে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, বাংলাদেশ থেকে প্রতি বছর প্রায় ১৬ লাখ মানুষ ভিসা নিয়ে ভারতে যাচ্ছে। এ সংখ্যা কখনও কখনও বাড়েও।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত বিশ্বের সবচেয়ে বড় ভারতীয় ভিসা সেন্টারের সাথে 'অনলাইন অ্যাপ্লিকেশন ফ্যাসিলিটেশন সেন্টার' উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন।

এ সেন্টার থেকে অনলাইন আবেদন পূরণের সুবিধাসহ ভিসা সংক্রান্ত বিভিন্ন তথ্য-উপাত্তও জানতে পারবেন উল্লেখ করে ভারতীয় হাইকমিশনার বলেন, “বাংলাদেশের মানুষ ভারতে চিকিৎসা, শিক্ষা, ব্যবসা-বাণিজ্যিসহ বিভিন্ন কারণে যাচ্ছেন। এজন্য বাংলাদেশে ১৫টি ভিসা সেন্টার খোলা রয়েছে।” 

যমুনা ফিউচার পার্কে যে ভারতীয় ভিসা সেন্টারটি বিশ্বের মধ্যে সবচেয়ে বড় উল্লেখ করে  তিনি বলেন, “বাংলাদেশ থেকে যারা ভারতে যাচ্ছেন, তাদের সহযোগিতায় এ অনলাইন অ্যাপ্লিকেশন ফ্যাসিলিটেশন সেন্টারটি উদ্বোধন করা হয়েছে। এখানে খুব সহজেই ভিসার জন্য ফরম পূরণ করা যাবে।” 

প্রণয় কুমার ভার্মা জানান, আমরা চাই, বাংলাদেশে মানুষ সহজেই ভিসা জমা ও গ্রহণ করবে। প্রতিদিন প্রায় ৫ হাজারের ওপরে ভিসা ইস্যু করা হচ্ছে। এ সংখ্যা বাড়ছেই। সবই করছি সাধারণ মানুষের সুবিধার্থে। দুই দেশের মধ্যে যে সম্পর্ক তা অসাধারণ ও অনন্য। 

অনলাইন অ্যাপি্লকেশন ফ্যাসিলিটেশন সেন্টার উদ্বোধনক অনুষ্ঠঅনে অন্যদের মধ্যে  উপস্থিত ছিলেন- ভারতীয় হাইকমিশনের প্রথম সচিব (রাজনৈতিক ও তথ্য) অনিমেষ চৌধুরী, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া (এসবিআই) সিওও ঢাকা সুমন্ত ঘোষ, ডেপুটি সিওও কিংশুক মিত্র।

Link copied!