২০২২: আন্তর্জাতিক অঙ্গনে ঘটে যাওয়া আলোচিত ঘটনা

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ৩০, ২০২২, ০৫:৫৩ পিএম

২০২২: আন্তর্জাতিক অঙ্গনে ঘটে যাওয়া আলোচিত ঘটনা

২০২০ সালের শুরুতে  বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়লে জনজীবন দুর্বিষহ হয়ে পড়ে। ২০২১ এ মানুষ যখন করোনা থেকে মুক্তির আশার আলো দেখতে শুরু করে, ঠিক ওই সময়ে ২০২২ এ শুরু হয় রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। নতুন সংকটে পড়ে বিশ্ব। এরপর বছরজুড়ে ঘটতে থাকে একটার পর একটা ঘটন-অঘটন। ২০২২ সালে আন্তর্জাতিক অঙ্গনে ঘটে যাওয়া বেশ কয়েকটি আলোচিত ঘটনা তুলে ধরা হলো।

১. ইউক্রেন-রাশিয়া

২০২২ সালে  আন্তর্জাতিক অঙ্গনে সবচেয়ে আলোচিত ঘটনা ছিল ইউক্রেনে রাশিয়ার হামলা। ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বিভিন্ন অঞ্চলে বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র হামলা চালায় রুশ বাহিনী। রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ এখনও চলছে।  যুদ্ধ শুরু হলে ‘বিশ্বের রুটির ঝুড়ি’ খ্যাত ইউক্রেনে প্রায় সব ধরণের পণ্য উৎপাদন বন্ধ হয়ে যায়।  এতে বিশ্বজুড়ে একদিকে যেমন  দেখা দেয় খ্যাদ্য সঙ্কট, তেমনি খাদ্যপণ্যের লাগামহীন দাম,  গ্যাস-বিদ্যুৎ-জ্বালানি সঙ্কটে ভুগছে বিশ্বের অনেক দেশ।

২. ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচন

২০২২ সালে ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনটা ছিল মূলত  উদারপন্থী বনাম কট্টর ডানপন্থীর লড়াই।শেষ পর্যন্ত  ডানপন্থী মেরি লঁ পেনকে হারিয়ে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় থেকে যান ইমানুয়েল ম্যাঁক্রো। গত দুই দশকের মধ্যে ফ্রান্সে প্রথমবারের মতো তিনি টানা দুই মেয়াদে নির্বাচিত হলেন।

৩. ফিলিপাইনের প্রেসিডেন্ট

২০২২ সালে ফিলিপাইনের প্রেসিডেন্ট  নির্বাচনে জয়লাভ করে ক্ষমতায় আসেন প্রয়াত স্বৈরশাসক ফার্দিনান্দ ইমানুয়েল এ মার্কোসের ছেলে ফার্দিনান্দ মার্কোস জুনিয়র। এর মাধ্যমে তিনি রদ্রিগো দুতের্তের স্থলাভিষিক্ত হন। মার্কোস জুনিয়রের রাজনীতিতে ফেরা উল্লেখযোগ্য ঘটনা হিসেবে দেখা হচ্ছে। কারণ ৩৬ বছর আগে গণরোষের মুখে শাসন ক্ষমতা থেকে তাঁর পরিবারের পতন হয়েছিল।

৪. শ্রীলঙ্কায় রাজাপক্ষে পরিবারের বিদায়

স্বাধীনতা লাভের সাত দশকেরও বেশি সময় পর শ্রীলঙ্কায় শুরু হওয়া অর্থনৈতিক সঙ্কটের জন্য এপ্রিলের শুরু থেকেই প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষের পদত্যাগ দাবিতে বিক্ষোভ শুরু হয়।  প্রচণ্ড বিক্ষোভের মুখে এক পর্যায়ে ৭৬ বছর বয়সী প্রধানমন্ত্রী পালিয়ে রাজধানী থেকে অনেক দূরে দেশটির একটি নৌঘাঁটিতে আশ্রয় নেন।  পরবর্তীতে মাহিন্দার ভাই প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপক্ষেও জনরোষ থেকে বাঁচতে প্রথমে মালদ্বীপ, সেখান থেকে সিংগাপুর হয়ে থাইল্যান্ডে পালিয়ে যায়। তাদের পদত্যাগের মধ্যে দিয়ে শ্রীলঙ্কার রাজনীতি থেকে বিদায় নেয় প্রায় সাত দশক ধরে দেশটির সবচেয়ে প্রভাবশালী একটি পরিবার। 

৫. ইমরান খান ফের রাজপথে

ইমরান খানকে থামায় এমন সাধ্য কার! তাঁর রাজনৈতিক ক্যারিয়ারে  এমন কম সময়ই আছ, যেখানে তিনি ক্ষণিকের জন্য  পিছপা হয়ছেলিনে। ক্ষমতাচ্যুত হওয়ার পর আবারও রাজপথে ফিরে এসেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। আবারও দিয়েছেন লং মার্চের ঘোষণা।

৬. শিনজো অ্যাবে হত্যা

২০২২ সালে এশিয়ার রাজনীতিতে দুঃখজনক সংবাদ হচ্ছে জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আ্যাবের নিহত হওয়ার ঘটনা।

জাপানের পশ্চিমাঞ্চলীয় নারা শহরে বক্তব্য দেওয়ার সময়  পেছন থেকে গুলি করে হত্যা করা হয় ৬৭ বছর বয়সী এই জনপ্রিয় রাজনীতিবিদকে। 

২০০৬ সালে ৫২ বছর বয়সে শিনজো অ্যাবে জাপানের  প্রধানমন্ত্রী হন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তিনিই ছিলেন দেশটির সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী।

৭. রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যু

২০২২ সালের সবচেয়ে আলোচিত সংবাদ ছিল ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যু। গত ৮ সেপ্টেম্বর  ৯৬ বছর বয়সে মারা যান কমনওয়েলথ প্রধান। পিতা রাজা ষষ্ঠ জর্জের মৃত্যুর পর ১৯৫২ সালে ব্রিটেনের  রানি হিসেবে অভিষেক হয় এলিজাবেথের। ব্রিটেনের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে তিনি সিংহাসনে অধিষ্ঠিত ছিলেন।

৮. এক বছরে ব্রিটেন পায় তিন প্রধানমন্ত্রী

ইতিহাস সৃষ্টি করে আনুষ্ঠানিকভাবে ব্রিটেনের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছেন ভারতীয় বংশোদ্ভূত  ঋষি সুনাক। গত জুলাইয়ে যুক্তরাজ্যের রাজনীতিতে বেশ  আলোচিত চরিত্র হয়ে ওঠেন তিনি।  প্রধানমন্ত্রী বরিস জনসন সরে যাওয়ার পর দলের নেতৃত্ব  ও প্রধানমন্ত্রী হন দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস। তবে  ক্ষমতায় ছিলেন মাত্র ৪৫ দিন। এরপর আবারও দৃশ্যপটে হাজির হয়ে প্রধানমন্ত্রী হন ঋষি সুনাক।

৯. ইরানে হিজাব বিতর্ক ও বিক্ষোভ

পুলিশের হেফাজতে থাকা অবস্থায়  গত ১৬ সেপ্টেম্বর মাশা আমিনি  নামে ২২ বছরের এক র্কুদি তরুণীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে  ইরানে শুরু হয় হিজাববিরোধী বিক্ষোভ।

মারা যাওয়ার ৩ দিন আগে ভাইয়ের সঙ্গে তেহরানে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হন মাশা।  তাঁর বিরুদ্ধে পুলিশের অভিযোগ মাশা ঠিকমতো হিজাব পরেননি। মাশার পরিবারের দাবি, গ্রেপ্তারের সময় পুলিশ মাশার মাথায় তাদের লাঠি দিয়ে একাধিকবার আঘাত করে এবং গাড়ির সাথে মাশার মাথা জোরে ঠুকে দেয়। আর তাতেই অজ্ঞান হয়ে কোমায় চলে যান মাশা। এক পর্যায়ে তার মৃত্যু হয়। মাশার মৃত্যুতে পুরো ইরানে  বিক্ষোভ ছড়িয়ে পড়ে। আর চারমাসের বেশি সময় ধরে চলা বিক্ষোভে মৃত্যুর সংখ্যা ৩ শ ছাড়িয়ে যায়।

১০. টুইটারে মাস্ক যুগের সূচনা

অনেক জটিলতা ও জলঘোলার পর টুইটার কিনে নেন বিশ্বের  র্শীষ ধনকুবের ইলন মাস্ক। তবে টুইটারের মালিক ও প্রধান নির্বাহী হওয়ার পর থেকেই নানা কর্মকাণ্ডে তিনি  প্রায়ই সমালোচিত হচ্ছেন।বিভিন্ন অজুহাতে অর্ধেকের বেশি কর্মী ছাটাই করেছেন মাস্ক।  শুধু তাই নয়, অনেক সাংবাদিকের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ায় জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নের নিন্দার মুখে পড়েন।

১১. ব্রাজিলে বামপন্থীর প্রত্যাবর্তন

অনকে জল্পনার অবসান ঘটিয়ে ব্রাজিলের ক্ষমতায় আবার ফিরেছেন লুইজ ইনাসিও লুলা ডা সিলভা। তাঁর চমকপ্রদ বিজয় বিশ্বকে বিস্মিত করেছে।

ক্ষমতায় থাকার সময় যাকে ঘুষ নেবার অভিযোগে জেলে যেতে হয়েছিল, যার নির্বাচন করা নিষিদ্ধ হয়ে গিয়েছিল - সেই মামলা পরে আদালতে খারিজ হয়ে যাওয়া এবং তারপর আবার প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়িয়ে পুননির্বাচিত হওয়া - একে নাটকীয় বললেও যেন কম বলা হয়। কিন্তু ৭৭ বছর বয়সী এই বামপন্থী নেতার বেলায় তাই হয়েছে। প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় পর্বের ভোটাভুটিতে তিনি ৫০.৯ শতাংশ ভোট পেয়ে ডানপন্থী প্রেসিডেন্ট জেয়ার বলসোনারোকে হারিয়েছেন।

১২. বিশ্বের জনসংখ্যা ৮০০ কোটিতে

জাতিসংঘের তথ্য অনুযায়ি, এ বছর বিশ্বের জনসংখ্যা ৮০০ কোটির মাইলফলক ছুঁয়েছে। শুধু তাই নয়, জাতিসংঘের হিসেবে মতে আসছে ২০৫০ সালের মধ্যে  চীনকে হটিয়ে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হবে ভারত। বাংলাদেশ বর্তমানে বিশ্বের  অষ্টম বৃহত্তম জনবহুল দেশ।

Link copied!