পদ্মাসেতু থেকে মেট্রোরেল, কেমন উন্নয়ন হলো ২০২২ সালে

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ৩০, ২০২২, ০৬:০৯ পিএম

পদ্মাসেতু থেকে মেট্রোরেল, কেমন উন্নয়ন হলো ২০২২ সালে

বিশ্বব্যাপী মহামারী ভাইরাস ও লকডাউনের প্রভাবে অনেক উন্নয়ন প্রকল্পের কাজই স্থিমিত ছিল। তবে  ২০২২ সালের নতুন সূর্যকে স্বাগত জানানোর সময় বাংলাদেশ বেশ দৃঢ় অবস্থানে ছিল। এই ঘুরে দাঁড়ানোর প্রক্রিয়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বাধাগ্রস্ত হয়। তবে বেশ কিছু গুরুত্বপূর্ণ অবকাঠামোর উন্নয়ন হয় এই বছরে। যার ইতিবাচক প্রভাব সুদূরপ্রসারী। জেনে নেওয়া যাক  এই বছরের গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো সম্পর্কে।

স্বপ্নের পদ্মা সেতু

২০২২ সালে বাংলাদেশের জন্য নিঃসন্দেহে বড় ঘটনা ছিল স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন। প্রধানমন্ত্রী ২৫ জুন উদ্বোধন করেন এই পদ্মা সেতুর। চার লেনের সড়ক পথ এবং নিচের স্তরে একটি একক রেলপথ বিশিষ্ট এই সেতু পদ্মা-ব্রহ্মপুত্র-মেঘনা নদীর অববাহিকায় ৪১টি স্প্যান নিয়ে গঠিত।

[youtube-video]https://www.youtube.com/watch?v=liA5R3St0OY[/youtube-video]

সেতুটির মোট দৈর্ঘ্য ৬.১৫ কি.মি। সেতুটি চালু হওয়ার পর বাংলাদেশের জিডিপি ১.২ শতাংশ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

মেট্রোরেলের যুগে বাংলাদেশ

চলতি বছরের ২৮ ডিসেম্বর এমআরটি লাইন-৬-এর দিয়াবাড়ি থেকে আগারগাঁও অংশ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের মাধ্যমে ঢাকায় মেট্রোরেল চালু হয়। উদ্বোধনের পর মেট্রোরেল চলাচল করবে সীমিতভাবে। আগামী ২৬ মার্চ থেকে উত্তরা-আগারগাঁও পথে পুরোদমে যাত্রী নিয়ে চলাচল করবে মেট্রোরেল। উত্তরা আগারগাঁও পথের জন্য ৬ কোচবিশিষ্ট ১০টি ট্রেন প্রস্তুত করা হয়েছে।

শতভাগ বিদ্যুতায়নে বাংলাদেশ

দেশের বৃহত্তম ১ হাজার ৩২০ মেগাওয়াটের পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র উদ্বোধনের পর দেশের শতভাগ জনগণকে বিদ্যুতের আওতায় আনার ঘোষণা দিয়েছেন। বিদ্যুৎ বিভাগের দেওয়া তথ্য মতে, ২০০৯ সালে দেশের বিদ্যুৎ সুবিধা পেত ৪৭ শতাংশ মানুষ। ২০২২ সালে এসে এটি শতভাগে উন্নীত হয়েছে। গত ১৩ বছরে ৫৩ শতাংশ মানুষের কাছে বিদ্যুৎসেবা পৌঁছে দিয়েছে সরকার।

কুশিয়ারার পানি প্রত্যাহার চুক্তি

৫ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে চার দিনের সরকারি সফরে যান। সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় ও একান্ত বৈঠক করার পাশাপাশি অভিন্ন সীমান্ত নদী কুশিয়ারা থেকে ১৫৩ কিউসেক পানি প্রত্যাহারসহ ভারতের সঙ্গে সাতটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

সর্বাধুনিক পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র

এক হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দেশের সবচেয়ে বড় ও সর্বাধুনিক প্রযুক্তির পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২১ মার্চ পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে কেন্দ্রটির উদ্বোধন করেন তিনি।

মধুমতি ও তৃতীয় শীতলক্ষা সেতু

নড়াইলের লোহাগড়ার মধুমতি নদীর ওপর নির্মিত বহুল প্রত্যাশিত মধুমতি কালনা সেতুর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১০ অক্টোবর প্রধানমন্ত্রী তার কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেতুটির উদ্বোধন ঘোষণা করেন।

একই সাথে নারায়নগঞ্জের তৃতীয় শীতলক্ষা সেতুর উদ্বোধন করেন তিনি। ১ দশমিক ২ কিলোমিটার দৈর্ঘ্যের সেতুটির নামকরণ করা হয়েছে নারায়ণগঞ্জের প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমানের নামে। সেতুটি উদ্বোধনের মধ্য দিয়ে স্থলপথে সরাসরি যুক্ত হচ্ছে নারায়ণগঞ্জ সদর ও বন্দর উপজেলা।

পায়রা সমুদ্রবন্দরের নতুন উন্নয়ন প্রকল্প

পায়রা সমুদ্রবন্দরে সুযোগসুবিধা বৃদ্ধি ও সুষ্ঠু কার্যক্রম নিশ্চিত করতে বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৭ অক্টোবর প্রধানমন্ত্রী প্রায় ১১ হাজার ৭২ কোটি টাকার উন্নয়ন প্রকল্পগুলো ভার্চুয়ালি উদ্বোধন করেন। উন্নয়ন কাজের মধ্যে রয়েছে বন্দরের ক্যাপিটাল ড্রেজিং, আটটি জাহাজের উদ্বোধন, প্রথম টার্মিনাল এবং ছয় লেনের সংযোগ সড়ক ও একটি সেতু নির্মাণ।

প্রথমবারের মত ফ্লিট রিভিউ

বাংলাদেশ নৌবাহিনীর ব্যবস্থাপনায় প্রথমবারের মতো তিন দিনব্যাপী ‘আন্তর্জাতিক ফ্লিট রিভিউ ২০২২’ (আইএফআর ২০২২) আয়োজন করলো বাংলাদেশে। ৭ ডিসেম্বর কক্সবাজারের ইনানীতে আয়োজনের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এতে বিশ্বের মোট ২৮টি দেশের নৌবাহিনীর প্রধান ও উচ্চপদস্থ নৌ প্রতিনিধি এবং বাংলাদেশ নৌবাহিনীসহ বিশ্বের সাতটি দেশের উল্লে­খযোগ্য সংখ্যক যুদ্ধজাহাজ, মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফ্ট এবং হেলিকপ্টার আলোচ্য আইএফআরে অংশ নিয়েছে।

কান চলচ্চিত্রে ‘মুজিব’ ট্রেইলার

কান চলচ্চিত্র উৎসবে ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমাটির ট্রেলার উদ্বোধন করা হয়েছে। ফ্রান্সে কান চলচ্চিত্র উৎসবের ৭৫তম আসরের তৃতীয় দিন ২০ মে স্থানীয় সময় সন্ধ্যা ছয়টায় ভারতীয় প্যাভিলিয়নে বাংলাদেশ-ভারত যৌথ উদ্যোগে নির্মিত এই বায়োপিকের ট্রেলার উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ এবং ভারতের তথ্য ও সম্প্রচার এবং যুববিষয়ক ও ক্রীড়ামন্ত্রী অনুরাগ সিং ঠাকুর।

Link copied!