বিদায় নিচ্ছে ২০২২। নতুন বছরের অপেক্ষায় পুরো বিশ্ব। পিছিয়ে নেই বাংলাদেশও। কিন্তু বিদায়ী বছরে ঘটে গেছে নানা অঘটন। এর মধ্যে অন্যতম ছিল চট্টগ্রামের বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড, মতিঝিলে আওয়ালী লীগ নেতা টিপু খুন, আদালত চত্বর থেকে দুর্ধর্ষ জঙ্গি ছিনতাইসহ নানা ঘটনা।
সারা দেশে ব্যাপক আলোচনার জন্ম দেওয়া এসব ঘটনার মধ্যে কয়েকটির রহস্যভেদ করা গেলেও অনেক বিষয়ে রহস্যজট খোলা সম্ভব হয়নি। আশা করা যাচ্ছে, নতুন বছরে হয়তো এসব প্রশ্নের উত্তর মিলবে।
জঙ্গি ছিনতাই
২০ নভেম্বর ঢাকার সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনাল থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের হাজতখানায় নেওয়ার পথে ছিনিয়ে নেওয়া হয় দুই জঙ্গিকে। তাঁরা হলেন নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের (সাবেক আনসারুল্লাহ বাংলা টিম) সদস্য মইনুল হাসান শামীম ওরফে সিফাত সামির ও মো. আবু ছিদ্দিক সোহেল ওরফে সাকিব।
বুয়েট ছাত্র ফারদিন হত্যা মামলা
নিখোঁজের ২ দিন পর গত ৭ নভেম্বর বিকাল সাড়ে ৪টায় নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে বুয়েট শিক্ষার্থী ফারদিনের লাশ উদ্ধার করা হয়।
আওয়ামী লীগ নেতা টিপু হত্যাকাণ্ড
বৃহস্পতিবার (২৪ মার্চ) গভীর রাতে বাড়ি ফেরার পথে কয়েকজন অজ্ঞাত দুর্বৃত্তের গুলিতে নিহত হন আওয়ামী লীগের মতিঝিল শাখার সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু ।
কারাগারে এমপি হাজি সেলিম
অবৈধ সম্পদ অর্জনের মামলায় ১০ বছরের দণ্ড পাওয়া পুরনো ঢাকার সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম আদালতে আত্মসমর্পণের পর তাকে কারাগারে পাঠানো হয়েছে। ২৩ মে ২০২২ আদালতে আত্মসমর্পন করেন হাজী সেলিম।
পদ্মাসেতুর নাট বল্টু খোলা
পদ্মা সেতুর রেলিংয়ের নাট-বল্টু খুলে টিকটক করা যুবক বায়েজিদ তালহা আটক করেছে পুলিশ। রোববার (২৬ জুন) বিকালে সিআইডির সাইবার ক্রাইমের একজন অতিরিক্ত পুলিশ সুপার বিষয়টি নিশ্চিত করেছেন।
মানিলন্ডারিংয়ের দায়ে গ্রেপ্তার পিকে হালদার
বহুল আলোচিত রিলায়েন্স ফাইন্যান্স ও এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পিকে হালদারকে ভারত থেকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার ১৪ মে পশ্চিমবঙ্গের অশোকনগর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
চিত্রনায়িকা শিমু হত্যা
গত ১৭ জানুয়ারি ঢাকার কেরানীগঞ্জ থেকে অজ্ঞাতপরিচয় হিসেবে চিত্রনায়িকা রাইমা ইসলাম শিমুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ। উদ্ধারের পর প্রথম দিকে তার পরিচয় পাওয়া যাচ্ছিল না। পরে ওইদিন রাতে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার নাম-পরিচয় শনাক্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যাকাণ্ড
২০২১ সালের ২৯ সেপ্টেম্বর রাতে কক্সবাজারের উখিয়ার লাম্বাশিয়া আশ্রয়কেন্দ্রের ডি ব্লকের আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস (এআরএসপিএইচ) সংগঠনের কার্যালয়ে বন্দুকধারীদের গুলিতে নিহত হন মুহিবুল্লাহ।
নিউ মার্কেটে শিক্ষার্থী ব্যবসায়ী সংঘর্ষ
রাজধানীর নিউমার্কেটে ঢাকা কলেজ শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৯ এপ্রিল) সকাল ১০টায় ঢাকা কলেজ শিক্ষার্থীরা সড়ক অবরোধ করলে মুখোমুখি অবস্থানে যায় শিক্ষার্থী-ব্যবসায়ীরা। এ সময়ে ব্যবসায়ীদের উস্কানিতে আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে শিক্ষার্থীরা। এ ঘটনায় নিহত হন একজন।
পল্টনে বিএনপি পুলিশ সংঘর্ষ
রাজধানীর নয়াপল্টনে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। প্রাথমিকভাবে জানা গেছে, নিহত ব্যক্তির নাম মকবুল আহমেদ। তাঁকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিআরটির গার্ডার চাপায় পাঁচ জন নিহত
রাজধানীর উত্তরায় নির্মাণাধীন বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের ফ্লাইওভারের গার্ডার পড়ে একটি প্রাইভেটকারের পাঁচ আরোহী নিহত হয়েছেন। এ ছাড়া আরও দুই যাত্রীকে আহত অবস্থায় হাসপাতালে নেয়া হয়েছে। সোমবার (১৫ আগস্ট) বিকেলে জসীম উদ্দীন মোড়ে আড়ংয়ের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরার পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জহিরুল ইসলাম।
মিরসরাইয়ে রেল ক্রসিংয়ে ১১ জন নিহত
চট্টগ্রামের মিরসরাইয়ে রেল ক্রসিং পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসে থাকা ১১ জন আরোহী প্রাণ হারিয়েছেন। ২৯ জুলাই বেলা ১টা ৪০ মিনিটে ঢাকা-চট্টগ্রাম রেললাইনের খৈয়াছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিএম ডিপো অগ্নিকাণ্ড
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণে ১০ জন দমকলকর্মীসহ নিহত হন ৫১ জন। আহত হন ২৫০ জনের বেশি। গত ৪ জুন সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের বিএম ডিপোতে এ দুর্ঘটনা ঘটে।