২০২২: দাপট দেখালেন ঢালিউডের যে ৫ তারকা

মেহেরা রহমান সিমরান

ডিসেম্বর ২৫, ২০২২, ০২:০০ এএম

২০২২: দাপট দেখালেন ঢালিউডের যে ৫ তারকা

ক্যালেন্ডারের পাতা থেকে বিদায় নিচ্ছে আরও একটি বছর। সারাবছর বিভিন্ন অঙ্গনে ঘটেছে নানা ঘটনা। শোবিজ অঙনও বাদ যায়নি। সারা বছর ধরে আলোচনায় ছিলেন এমন ৫ ঢালিউড তারকাকে নিয়ে আজকের এই আয়োজন। এদের মধ্যে কারো কারো সিনেমা দেশের সীমানা পেরিয়ে বিশজুড়ে সুনাম অর্জন করেছে। আবার কেউ কেউ তাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় এসেছেন।

Shakib

শাকিব খান 

এ বছর শাকিব খানের বিদ্রোহী ও গলুই নামের দুটি সিনেমা মুক্তি পায়। সর্বাধিক হল পেয়ে রেকর্ড গড়ে বিদ্রোহী। অন্যদিকে গলুই দিয়ে করোনা পরবর্তী সবচেয়ে বেশি দর্শক হলে ফেরান এই তারকা। চলচ্চিত্র সংশ্লিষ্টরা জানান, শাকিব খানের সিনেমা দিয়ে করোনার পর মানুষ আবার পরিবার নিয়ে দলে দলে হলে ফিরছেন। 

দুই সিনেমা মুক্তি পেলেও বছর জুড়ে ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনার কেন্দ্রে ছিলেন শাকিব। আমেরিকা থেকে ফেরা, চিত্রনায়িকা বুবলীর সাথে সম্পর্ক, সন্তান শেহজাদকে প্রকাশ্যে আনাসহ নানা বিষয় নিয়ে মিডিয়ার আলোচনার কেন্দ্রে ছিলেন তিনি।

chanchal

চঞ্চল চৌধুরী

এ বছরের অন্যতম আলোচিত তারকা চঞ্চল চৌধুরী। দুটি সিনেমা মুক্তি পেয়েছে তাঁর। একটি পাপ-পুণ্য, আরেকটি হাওয়া। হাওয়া সিনেমা তাঁকে দিয়েছে বেশুমার খ্যাতি। বিশ্বের বেশ কয়েকটি দেশে প্রশংসা কুড়িয়েছে চঞ্চলের হাওয়া। মুক্তির পর টানা কয়েক মাস সিনেমাটি হাউজফুল চলেছে। চঞ্চলের অভিনয় ব্যাপক প্রশংসা পেয়েছে সবার কাছে।  কলকাতার নন্দনে এই অভিনেতা উপস্থিত থেকে হাওয়া দেখেছেন। সিনেমা ছাড়াও ওয়েবসিরিজ কারাগার দিয়েও বেশ সাড়া ফেলেছেন তিনি। এখানে তাঁকে ২৫০ বছর ধরে জেল বন্দি দেখা যায় এবং নিজেকে সে মীর জাফরের খুনি বলে দাবি করে। এ ছাড়াও বেশ কয়েকটি ওয়েব ফিল্ম দিয়েও আলোচনায় ছিলেন তিনি।

joya

জয়া আহসান

বয়সকে হার মানিয়ে দিয়ে একের পর এক দুর্দান্ত কাজ করে যাচ্ছেন জয়া আহসান। এ বছর তাঁর বিউটি সার্কাস সিনেমা মুক্তি পায় এবং এই সিনেমা দিয়ে জয়া আহসান আলোচিত ও প্রশংসিত হয়েছেন। ঝরাপালক মুক্তি পেয়েছে কলকাতায়। কবি জীবনানন্দ দাশের জীবনী নিয়ে নির্মিত ঝরাপালক প্রশংসা কুড়িয়েছে। এ ছাড়া গোয়া ফিল্ম ফেস্টিভালে গেছে তাঁর নকশী কাঁথা। এ বছর কলকাতায় একাধিক সিনেমা করেছেন জয়া আহসান। কলকাতায় অভিনয়ের জন্য পুরস্কারও পেয়েছেন। বছর শেষে হিন্দি সিনেমায় অভিনয় করছেন। এছাড়াও বিভিন্ন ফটোশুটেও নিজের রূপের ঝলক দেখিয়ে প্রশংসিত হয়েছেন জয়া আহসান।

মূলতঃ বছরজুড়ে ব্যাপকভাবে আলোচনায় ছিলেন দুই বাংলার জনপ্রিয় এই অভিনেত্রী। 

mim-1

বিদ্যা সিনহা মিম 

বাংলাদেশি চলচ্চিত্র শিল্পের অন্যতম সফল এবং ব্যস্ততম অভিনেত্রী হিসেবে নিজেকে এ বছর প্রতিষ্ঠিত করেছেন মিম। যদিও তাঁর নামে একাধিক ব্যবসাসফল চলচ্চিত্র রয়েছে, তবে তিনি পরাণ এবং দামাল ছবিতে তাঁর দুর্দান্ত অভিনয়ের স্বাক্ষর রেখেছেন। এ দুটি ছবি দিয়ে তিনি আলোচনায়ও ছিলেন। পরাণ রেকর্ড সংখ্যক ব্যবসা করেছে। দেশের গণ্ডি পেরিয়ে পরাণ মুক্তি পেয়েছে বিশ্বের কয়েকটি দেশে। অন্যদিকে দামাল সিনেমাটিও মিমকে দিয়েছে দারুণ খ্যাতি। তাই বছরটি ছিল শুধুই মিমের। 

raj

শরিফুল রাজ 

ঢাকাই সিনেমায় নতুন নায়কদের মধ্যে এ বছর সবচেয়ে আলোচিত নাম শরিফুল রাজ। একই সাথে সিনেপ্লেক্সে চলেছে তাঁর অভিনীত তিনটি সিনেমা: হাওয়া, পরাণ এবং দামাল। পরাণকে তাঁর অভিনয় জীবনের টার্নিং পয়েন্ট হিসেবেই দেখছেন চলচ্চিত্র বিশ্লেষকরা। সিনেমাপ্রেমীরা একটি মাত্র সিনেমা দিয়ে চিনেছেন রাজকে। ঢাকাই সিনেমায় এক বছরে একটি সিনেমা দিয়ে আগে এতটা আলোচনায় আসেননি কেউ। এখনো পরাণ সিনেমার প্রসঙ্গ এলেই রাজের নাম উচ্চারিত হয়। বছরের শুরুতেই ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরীমনিকে বিয়ে করে আলোচনায় আসেন রাজ।

Link copied!