সমতায় ফিরতে মরিয়া বাংলাদেশ, সিরিজ নিশ্চিত করতে চায় পাকিস্তান

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ২০, ২০২১, ০৩:২০ পিএম

সমতায় ফিরতে মরিয়া বাংলাদেশ, সিরিজ নিশ্চিত করতে চায় পাকিস্তান

তিন ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচে অল্প রানের পুঁজিতে বোলিংয়ে ভালো করেও হেরে গেছে বাংলাদেশ। সিরিজে ফিরতে আজকের (২০ নভেম্বর, শনিবার) ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। দলীয় কাপ্তানও পাখির চোখ করেছেন এই ম্যাচকেই। কিন্তু পাকিস্তানও যে ছেড়ে কথা কইবার দল নয়। তারাও আজ জিতে সিরিজ নিশ্চিত করতে চায়।

ব্যাটিং ব্যর্থতার প্রদর্শনীতে প্রথম ম্যাচ হারের বৃত্ত ভাঙার প্রত্যাশা নিয়ে আবারও শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে দুপুর ২টায় নামছে বাংলাদেশ।

বাংলাদেশ দলে ব্যাটিংয়ের শক্তি বাড়াতে পরিবর্তন আনা হতে পারে একাদশে। সিরিজে টিকে থাকতে এ ম্যাচ জিতে সমতায় ফিরতে চান টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। প্রথম ম্যাচে দারুণ সম্ভাবনা জাগিয়েও জিততে জিততে হেরে যাওয়া। আরও এক হতাশার গল্প সঙ্গী, টাইগারদের। এবার প্রত্যাশাটা ঘুরে দাঁড়ানোর।

এদিকে, প্রথম ম্যাচ জিতে এগিয়ে থাকা পাকিস্তান আজ জিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করতে চায়।

স্বল্প পুঁজি নিয়েও প্রতিপক্ষ শিবিরে বোলিং আক্রমণ দিয়ে যেভাবে কাঁপন ধরিয়ে দিয়েছিল তাসকিন-মেহেদীরা, তাতে পাশ মার্ক তারা পেতেই পারেন।

দ্বিতীয় টি-টোয়েন্টির আগে রিয়াদের জন্য স্বস্তি যদি হয় বোলিং, তবে অস্বস্তির নাম ব্যাটিং। কিছুতেই যেন বাগে আসছে না তা। পরিবর্তন তত্ত্বে সৌম্য-লিটন-মুশফিকদের ছাঁটাইয়েও আসেনি প্রত্যাশিত সাফল্য। ব্যর্থ শান্ত-সাইফরা। তবে এ ম্যাচেও তাদের একাদশে থাকাটা প্রায় নিশ্চিত। মিডল অর্ডারের শক্তি বাড়াতে অভিষেকের হতে পারে ইয়াসির রাব্বির।

অন্যদিকে প্রথম টি-টোয়েন্টিতেই আনপ্রেডিক্টেবল পাকিস্তান জানান দিয়েছে তাদের শক্তিমত্তা। বাবরের এই দলটা আছে দারুণ ছন্দে। চাপের মুহূর্তেও কার্যকর তাদের টেলএন্ডার। তবে দলের টপ অর্ডার ব্যাটসম্যানদের থেকে রান চান বাবর। সিরিজ নিশ্চিত করতে চান এক ম্যাচ হাতে রেখেই।

বাবর আজম বলেন, মিরপুরে ব্যাট করাটা কখনোই সহজ নয়। তবে ছেলেরা প্রত্যাশা পূরণ করেছে। দ্বিতীয় টি-টোয়েন্টিতে প্রত্যাশা করছি টপ অর্ডারও ভালো করবে। বোলারদের নিয়ে আলাদা করে বলার কিছুই নেই। এ ম্যাচেই সিরিজ নিশ্চিত করে শেষ টি-টোয়েন্টি নির্ভার হয়ে খেলতে চাই।

দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তান মাঠে নামতে পারে অপরিবর্তিত একাদশ নিয়ে।

Link copied!