বিশ্বকাপের ফাইনালে উঠে ইতিহাস গড়লেন বাংলাদেশের কলি

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ২৯, ২০২৩, ০৯:২৩ পিএম

বিশ্বকাপের ফাইনালে উঠে ইতিহাস গড়লেন বাংলাদেশের কলি

জাকার্তায় চলমান শুটিং বিশ্বকাপে মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলে ষষ্ঠ হয়ে ফাইনালে ওঠেন বাংলাদেশের কামরুন নাহার কলি। ফাইনালটা অবশ্য তার মনমতো হয়নি। আটজনের মধ্যে হয়েছেন অষ্টম।

শনিবার ইন্দোনেশিয়ার জাকার্তায় ১০ মিটার এয়াররাইফেল একক ইভেন্টে অংশ নেন তিনি। এতে কলিসহ বিভিন্ন দেশের ৫৩ জন শুটার অংশগ্রহণ করেন। তাদের মধ্য থেকে সেরা আটে জায়গা করে নেন কলি।

১০ মিটার এয়ার রাইফেলের বাছাইয়ে ৬২৮.৪ স্কোর করে ষষ্ঠ হন কামরুন নাহার। পরে পদকের লড়াইয়ে নামেন। গত অক্টোবরে কায়রোতে বিশ্ব চ্যাম্পিয়নশিপেও ভালো করেছিলেন। সেবার ৬২৯ স্কোর করেছিলেন, যা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের কোনো শুটারের ব্যক্তিগত সর্বোচ্চ।

কলি বলেন, ‘আমাদের সবারই ঢাকায় অনুশীলনে ৬২৮ থেকে ৩০ স্কোর হয়েছিল। জাকার্তায় বাছাইয়ে তা আমি ধরে রেখেছি। তবে ফাইনাল রাউন্ডে ভালো হয়নি। এখন আর কিছু বলার নেই।’

এদিকে এ প্রতিযোগিতায় অংশ নিয়েছেন দেশের আরও তিন শুটার। তাদের মধ্যে, সাইরা আরিফিন ৬২৬ দশমিক ৫ স্কোর করে ১৫তম, নাফিসা তাবাসুম ৬২৬ দশমিক ৫ স্কোর করে ১৬তম এবং ৬২৩ স্কোর করে ৩১তম হয়েছেন সাজিদা হক।

Link copied!