হোয়াটসঅ্যাপ নিয়ে এসেছে দারুণ সব সুযোগ-সুবিধা!

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১৫, ২০২৩, ০২:৫৯ এএম

হোয়াটসঅ্যাপ নিয়ে এসেছে দারুণ সব সুযোগ-সুবিধা!

সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে ব্যবহারের পাশাপাশি কর্মস্থলেও হোয়াটসঅ্যাপের ব্যবহার বেড়েছে অনেকগুণ। এজন্যই হোয়াটসঅ্যাপ তাদের ফিচারের পরিমাণ বাড়িয়েই চলেছে। 

এখন থেকে একাধিক ফোনে ব্যবহার করা যাবে একই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। একাধিক অ্যান্ড্রয়েড ফোনে একই অ্যাকাউন্ট ব্যবহারের সুযোগ দিতে কমপেনিয়ন মোড সুবিধা চালু করেছে হোয়াটসঅ্যাপ। তবে নতুন এই সুবিধাটি পরীক্ষামূলকভাবে উন্মুক্ত করা হয়েছে। এ সুবিধা চালুর ফলে অ্যান্ড্রয়েড বেটা সংস্করণ ব্যবহারকারীরা সহজেই প্রাইমারি ফোনের বদলে অন্য ফোনে একই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন।

কমপেনিয়ন মোডটি দিয়ে সহজেই যেকোনো ফোনকে সেকেন্ডারি ফোন হিসেবে যুক্ত করা যাবে। পাশাপাশি চাইলে প্রাইমারি ফোনে থাকা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের সব তথ্য সেকেন্ডারি ফোনে স্বয়ংক্রিয়ভাবে চলে যাবে। ফলে একাধিক ফোনে একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টই স্বচ্ছন্দে ব্যবহার করতে পারবেন।

মাল্টি ডিভাইস ফিচারের আওতায় চালু হওয়া হোয়াটসঅ্যাপের এই কমপেনিয়ন মোড ব্যবহারের সময় প্রাইমারি ফোনে ইন্টারনেট সংযোগ না থাকলেও সেকেন্ডারি ফোনে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের লিংক ব্যবহার করা যাবে।

অ্যাপটির মাল্টি ডিভাইস ফিচার আপনাকে প্রাইমারি ফোনের পাশাপাশি চারটি ল্যাপটপ ও ডেস্কটপ কম্পিউটারে একই অ্যাকাউন্ট থেকে হোয়াটসঅ্যাপ ব্যবহারের সুযোগ দিয়ে থাকে। তবে একাধিক ফোনে একই অ্যাকাউন্ট থেকে হোয়াটসঅ্যাপ ব্যবহারের সুযোগ না থাকায় অনেকেই বেশ সমস্যার মুখোমুখি হতেন। খুব শিগগিরই সে সমস্যা থেকেও মিলছে মুক্তি।

এছাড়াও পাঠিয়ে দেওয়া মেসেজ, ছবি ও ভিডিও এডিটের সুবিধা নিয়ে এসেছে হোয়াটসঅ্যাপ। এর আগে অ্যাপটিতে কারও সাথে চ্যাট করার সময় ভুল কিছু পাঠিয়ে ফেললে সেটি আর এডিট করা সম্ভব ছিল না। শুধু ডিলিট করার সুযোগ ছিল। তবে এবার মেসেজ এডিট করার সুবিধাও নিয়ে এসেছে এই ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ। শুধু মেসেজই নয়, ছবি এবং ভিডিও এডিট করতে পারবেন ব্যবহারকারীরা।

ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষার্থে আরও একটি নতুন ফিচার নিয়ে এসেছে হোয়াটসঅ্যাপ। ফিচারটি ব্যবহার করে চাইলেই নির্দিষ্ট একজন বা নির্দিষ্ট একটি গ্রুপের চ্যাট লক করে রাখতে পারবেন। সেক্ষেত্রে ব্যবহারকারীর ফিঙ্গারপ্রিন্ট বা পাসওয়ার্ড ব্যবহারেই খুলবে চ্যাট। যাদের চ্যাট লক করা থাকবে তারা যদি লক করা অবস্থায় কোনো ছবি বা ভিডিও পাঠান, সেগুলো গ্যালারিতে সেভ হবে না। আপাতত হোয়াটসঅ্যাপ বেটা ভার্সনের ক্ষেত্রে মিলছে এই সুবিধা।

ডেস্কটপে যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকেন তাদের জন্যও আপডেট নিয়ে এসেছে এই অ্যাপটি। ফোনের মতো ডেস্কটপেও ব্যবহারকারীরা এখন থেকে সব মেসেজ ও অডিও-ভিডিও কলে এন্ড টু এন্ড নিরাপত্তা সুবিধা পাবেন। এ ছাড়া সর্বোচ্চ ৩২ জনের  সাথে অডিও কল এবং ৮ জনের সাথে ভিডিও কল করা যাবে। এই ফিচারের ফলে কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ব্যবহার বাড়বে বলে আশা করছে অ্যাপটির কর্তৃপক্ষ।

Link copied!