ডিসেম্বর ৩১, ২০২১, ০৩:২২ এএম
হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের একটি সাধারণ অভিযোগ হলো অনেকসময় ফোন কিংবা নম্বর পরিবর্তন করলে আর পুরনো চ্যাট সব গায়েব হয়ে যায়। এই ভয়ে অনেকে বিপদে পড়লেও নম্বর পরিবর্তন করেন না।
এবার হোয়াটসঅ্যাপের ব্যবহারকারীদের সেই ভয় থেকে মুক্তি হাজির হয়েছে একটি উপায়। অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় ডিভাইসেই এই পদ্ধতিতে কাজ করা যায়। নিচের ধাপগুলো অনুসরণ করে সহজেই এই কাজটি করা যায়।
তবে এই কৌশলটি কাজ করার জন্য নতুন নম্বরটি অবশ্যই চালু থাকতে হবে। কারণ সক্রিয় করার সময় ওই নম্বরে ওটিপি যাবে। সেটি না দিলে নতুন নম্বরে হোয়াটসঅ্যাপ সক্রিয় হবে না।
উপরের ধাপগুলো ঠিকঠাক সম্পন্ন হলে অ্যাপটি রিস্টার্ট করতে হবে এবং ওটিপি চাইবে। নতুন নম্বরে যাবে ওটিপি। ওটিপি দিলেই নতুন নম্বরেও আগের নম্বরে থাকা চ্যাট হিস্টোরি অক্ষত থাকবে।