নরসিংদীতে দুই পক্ষের নির্বাচনী সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে ৩

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ১১, ২০২১, ১১:১১ এএম

নরসিংদীতে দুই পক্ষের নির্বাচনী সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে ৩

নরসিংদীর রায়পুরায় কেন্দ্র দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকালে উপজেলার বাঁশগাড়ি বাজারে সংঘর্ষের এ ঘটনা ঘটে। রায়পুরা থানার পুলিশ কর্মকর্তা (ওসি) সিরাজ হাজী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। 

ওসি বলেন, চেয়ারম্যান আশরাফ ও জাকির হোসেন দুই পক্ষের মধ্যে কেন্দ্র দখল নিয়ে সংঘর্ষ হয়। এতে তিনজন নিহত হন।  

নিহত তিনজন হলেন বাঁশগাড়ীর বালুয়াকান্দি গ্রামের হেকিম মিয়ার ছেলে মো. সালাউদ্দিন মিয়া (৩০), সোবহানপুর এলাকার আবদুল হকের ছেলে জাহাঙ্গীর হক (২৬) ও বটতলিকান্দী এলাকার সিরাজ মিয়ার ছেলে দুলাল মিয়া (৩০)।

পুলিশ ও স্থানীয়রা বলেন, আজ সকাল আটটা থেকে বাঁশগাড়ী ইউপি নির্বাচনে ভোটগ্রহণ চলছে। এই ইউপিতে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকায় নির্বাচন করছেন বর্তমান চেয়ারম্যান মো. আশরাফুল হক। অন্যদিকে আওয়ামী লীগের বিদ্রোহী হিসেবে নির্বাচনের মাঠে আছেন রাতুল হাসান ওরফে জাকির। ভোটগ্রহণ শুরুর আগেই নির্বাচনী সহিংসতায় তিনজনের মৃত্যু হলো। নিহত সালাউদ্দিন ও জাহাঙ্গীর হক আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রাতুল হাসানের সমর্থক। আর নিহত দুলাল মিয়া আওয়ামী লীগের প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো. আশরাফুল হকের সমর্থক।

দুই পক্ষের সমর্থকদের সঙ্গে কথা বলে জানা গেছে, দুই পক্ষের সমর্থকদের মধ্যে বেশ কয়েক দিন ধরেই উত্তেজনা বিরাজ করছিল। গতকাল বুধবার সন্ধ্যায় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সারা রাত থেমে থেমে সংঘর্ষ চলে। ভোররাতে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এখন পর্যন্ত তিনজনের লাশ পাওয়া গেছে।

 

 

 

 

Link copied!