রাজধানীর আকাশ মেঘলা-বিষন্ন, নামতে পারে বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ১০, ২০২২, ০৭:৩৬ পিএম

রাজধানীর আকাশ মেঘলা-বিষন্ন, নামতে পারে বৃষ্টি

মাঘ মাস বিদায় নেওয়ার ক্ষণে। শীত বিদায়ের এ সময়ই সারাদেশে আবারও বৃষ্টির আয়োজন। রাজধানী ঢাকার আকাশও সকাল থেকে মেঘলা বিষন্ন। কুয়াশাও ঝরছে। বৃহস্পতিবার রাজধানীবাসী আকাশের মুখ কালো করা এমন এক সকাল পেয়েছে। যে কোনো মূহুর্তে আকাশের চোখ থেকে ঝরঝর করে ঝরতে পারে বৃষ্টি।

আবহাওয়া অধিদপ্তর বলছে, মেঘ বৃষ্টি হয়ে ঝরতে পারে। রাজধানীতে আজ বৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, খুলনা, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আজ মধ্যরাত থেকে কাল শুক্রবার সকাল পর্যন্ত দেশের উত্তর-পশ্চিমাঞ্চল ও নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা গণমাধ্যমকে বলেন, আজ রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা আছে। তবে কাল থেকে রাজধানীসহ দেশের বেশির ভাগ জায়গায় আকাশ পরিষ্কার থাকবে। তবে চট্টগ্রাম অঞ্চলের কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। আজ বৃষ্টির পর দেশের বিভিন্ন জায়গায় তাপমাত্রা কমতে পারে।

শাহনাজ সুলতানা বলেন, রংপুর ও রাজশাহী বিভাগে এবং মাদারীপুর ও ফরিদপুর অঞ্চলে এই বৃষ্টির পর শৈত্যপ্রবাহের আশঙ্কা আছে। এটা শনি ও রোববার থেকে হতে পারে। তবে ১৫ ফেব্রুয়ারির পর থেকে ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে পারে। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারের টেকনাফে, ২৯ ডিগ্রি সেলসিয়াস।

Link copied!