অক্টোবর ১১, ২০২১, ১২:০৬ পিএম
চট্টগ্রামের সন্দ্বীপে নৌকাডুবিতে ১৮ জনের মৃত্যুর ঘটনায় নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে ২ কোটি ৭০ লাখ টাকা দেওয়ার হাইকোর্টের রায় স্থগিত করেছেন চেম্বার আদালত। গত ২৬ আগস্ট সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালতের বিচারপতি ওবায়দুল হাসান এ স্থগিতাদেশ দেন। সোমবার (১১ অক্টোবর) স্থগিতের বিষয়টি গণমাধ্যমে প্রকাশ হয়।
রিটকারীর আইনজীবী ব্যারিস্টার আবদুল হালিম ও অ্যাডভোকেট ইশরাত হাসান বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমে বলেন, গত ২৬ আগস্ট চেম্বার আদালত ক্ষতিপূরণ দেওয়ার রায়টি স্থগিত করেছেন। হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হলে আমরা পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করব বলেও তারা জানান।
চট্টগ্রামের সন্দ্বীপে নৌকাডুবিতে দুই শিশুসহ ১৮ জন নিহতের ঘটনায় প্রত্যেকের পরিবারকে দুই মাসের মধ্যে ১৫ লাখ করে মোট ২ কোটি ৭০ লাখ টাকা ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার নির্দেশ দেন হাইকোর্ট।
গত ৩০ জুন বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ওই রায় ঘোষণা করেন। আদালতের ওই রায়ে আরও বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে টাকা পরিশোধ ব্যর্থ হলে সুদসহ এই টাকা পরিশোধ করতে হবে।
হাইকোর্টের ওই রায়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) ও চট্টগ্রাম জেলা পরিষদের অবহেলাকে নৌকাডুবির জন্য দায়ি করে ক্ষতিপূরণের টাকা বিআইডব্লিউটিসি ও চট্টগ্রাম জেলা পরিষদ কর্তৃপক্ষকে সন্দ্বীপের ইউএনওর মাধ্যমে পরিশোধ করার কথা বলা হয়। পরে এই আদেশ স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করা হয়।
গত ২০১৭ সালের ২ এপ্রিল সন্ধ্যায় বঙ্গোপসাগরের সন্দ্বীপ চ্যানেলে সি-ট্রাক থেকে যাত্রী নামিয়ে ১৫০ গজ দূরে গুপ্তছড়া ঘাটে পৌঁছে দেওয়ার সময় যাত্রীবাহী নৌকাটি উল্টে যায়। এতে দুই শিশুসহ ১৮ জনের মৃত্যু হয়। এরই প্রেক্ষিতে ক্ষতিপূরণ চেয়ে সন্দ্বীপের বাসিন্দা মোহাম্মদ জহরুল ইসলাম হাইকোর্টে রিট করেন।