শিক্ষকের মৃত্যু: কুয়েট ছাত্রলীগের সা. সম্পাদকসহ ৯ শিক্ষার্থী বহিষ্কার

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ৪, ২০২১, ০৪:০১ পিএম

শিক্ষকের মৃত্যু: কুয়েট ছাত্রলীগের সা. সম্পাদকসহ ৯ শিক্ষার্থী বহিষ্কার

খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় (কুয়েট) ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ ৯ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক প্রফেসর ড. মো. সেলিম হোসেনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তাদের বহিষ্কার করা হয়েছে।

শনিবার (০৪ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও তথ্য শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ড. মো. সেলিম হোসেনের মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্তে য শিক্ষক ও কর্মকর্তাদের সমন্বয়ে নতুন করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আরও পড়ুন:কুয়েটে শিক্ষক হত্যা: বন্ধ ঘোষণা, হল ত্যাগের নির্দেশ 

গঠিত তদন্ত কমিটির সদস্যরা হলেন-কমিটির সভাপতি প্রফেসর ড. মহিউদ্দিন আহমাদ, সদস্য প্রফেসর ড. খন্দকার মাহবুব হাসান, সদস্যসচিব প্রফেসর ড. মো. আলহাজ উদ্দীন, বহি: সদস্য পুলিশ কমিশনার, কেএমপি, খুলনার মনোনীত একজন প্রতিনিধি (ন্যূনতম সহকারী কমিশনার পদমর্যাদা সম্পন্ন) এবং বহি: সদস্য জেলা প্রশাসক, খুলনার মনোনীত একজন প্রতিনিধি (ন্যূনতম নির্বাহী ম্যাজিস্ট্রেট পদমর্যাদা সম্পন্ন)।

কমিটিকে আগামী ১০ দিনের মধ্যে উল্লিখিত বিষয়ে তদন্ত করে সুপারিশসহ প্রতিবেদন ভাইস চ্যান্সেলর বরাবর দাখিল করতে অনুরোধ করা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের প্রফেসর ড. মো. সেলিম হোসেনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার বিষয়টি ২ ও ৩ ডিসেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ৭৬তম (জরুরি) সভায় উত্থাপন করা হলে সিসিটিভির ফুটেজ ও অন্যান্য তথ্যাদি পর্যালোচনা করে বিষয়টির প্রাথমিক সত্যতা প্রতীয়মান হওয়ায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র শৃঙ্খলা ও আচরণবিধির আলোকে অসদাচরণের আওতায় সিন্ডিকেট শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ ৯ শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে। 

অপরদিকে, এরই মধ্যে কুয়েট বন্ধ ঘোষণার পর শিক্ষার্থীরা হল ছেড়েছেন। ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা রয়েছে।

Link copied!