করোনার টিকা নিলেন প্রায় ২৫ লাখ মানুষ

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ২৩, ২০২১, ০৭:৩২ পিএম

করোনার টিকা নিলেন প্রায় ২৫ লাখ মানুষ

দেশব্যাপী টিকাদান শুরুর পর এ পর্যন্ত প্রায় ২৫ লাখ মানুষ স্বতঃস্ফূর্তভাবে করোনার টিকা নিয়েছেন। সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে এ পর্যন্ত করোনার টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন ২৪ লাখ ৯১ হাজার ৫৩ জন। এদের মধ্যে ১৬ লাখ ৩৪ হাজার ৩৩ জন পুরুষ এবং ৮ হাজার ৫৭ হাজার ২০ জন নারী টিকা নিয়েছেন।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে করোনা টিকার পরিস্তিতি নিয়ে সবশেষ এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘন্টায় সারাদেশে ১ লাখ ৮২ হাজার ৮৯৬ জন করোনা টিকা গ্রহণ করেছেন। এদের মধ্যে পুরুষ ১ লাখ ১৫ হাজার ৩১৮ জন এবং নারী ৬৭ হাজার ৫৭৮ জন।

গত ৭ ফেব্রুয়ারি দেশব্যাপী টিকাদান কর্মসূচি শুরু পর প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এই কার্যক্রম চলছে।

স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিসংখ্যান অনুযায়ী, সারাদেশে টিকা নেওয়া ২৪ লাখ ৯১ হাজার ৫৩ জনের মধ্যে এ পর্যন্ত ঢাকা বিভাগে টিকা গ্রহণ করেছেন ৭ লাখ ২১ হাজার ১৯ জন। এরমধ্যে শুধু ঢাকা মহানগরীতে টিকা নিয়েছেন ৩ লাখ ৩৫ হাজার ১৯০ জন।

এছাড়া টিকাদান শুরু থেকে এপর্যন্ত চট্টগ্রাম বিভাগে ৫ লাখ ৬০ হাজার ১৫৩ জন, রাজশাহী বিভাগে ২ লাখ ৮১ হাজার ৫৮৩ জন, রংপুর বিভাগে ২ লাখ ৩০ হাজার ১৫০ জন, খুলনা বিভাগে ২ লাখ ৯৭ হাজার ৪৫৩ জন, সিলেট বিভাগে ১ লাখ ৬৮ হাজার ৫৬০ জন, বরিশাল বিভাগে ১ লাখ ২০ হাজার ৬১১ জন এবং ময়মনসিংহ বিভাগে ১ লাখ ১১ হাজার ৫২৪ জন করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৭ জানুয়ারি করোনার টিকাদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ওই দিন ২১ জনকে টিকা দেয়া হয়। পরদিন রাজধানীর ৫টি হাসপাতালে ৫৪৬ জনকে পর্যবেক্ষণমূলক টিকা দেয়া হয়েছিল।

এরপর গত ৭ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী গণ টিকাদান কর্মসূচি শুরু হয়। টিকা গ্রহনকারী ব্যক্তিদের মধ্যে এখনো তেমন কোন পার্শ্বপ্রতিক্রিয়ার খবর পাওয়া যায়নি। করোনা মহামরির সংক্রমণ ঠেকাতে দেশে ১৩ কোটির বেশি মানুষকে টিকা দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।

Link copied!