উন্মোচিত হয়ে গেলো আটটি ভাষায় “চেতনায় মুজিব” বইয়ের মোড়ক

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ৩১, ২০২২, ০১:২৭ পিএম

উন্মোচিত হয়ে গেলো আটটি ভাষায় “চেতনায় মুজিব” বইয়ের মোড়ক

 

শোকের মাস আগস্টে গতকাল আধুনিক ভাষা ইনস্টিটিউট মিলনায়তনে উন্মোচিত হয়ে গেলো “চেতনায় মুজিব” বইয়ের মোড়ক। আধুনিক ভাষা ইন্সটিটিউট ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আয়োজনে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কর্ণধার সনজিত চন্দ্র দাস এবং সাদ্দাম হোসেন। 

 

৮ টি ভিন্ন ভিন্ন ভাষায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা রয়েছে এই প্রকাশনায়। অত্যন্ত মানসম্মত, সৃজনশীল, বহুভাষিক ও ব্যতিক্রমী এই প্রকাশনা যেমন বঙ্গবন্ধুর প্রতি তারুণ্যের অপরিমেয় ভালোবাসার বহিঃপ্রকাশ, একই সাথে এই প্রকাশনা ছাত্রলীগের নতুন দিনের পরিচয় বহন করে যেখানে ঐতিহ্যের সাথে আধুনিকতার সমন্বয় রয়েছে, সংগ্রামের সাথে সৃজনের বন্ধন রয়েছে, এবং রয়েছে বাঙালির সহৃদয়তার সাথে বিশ্বনাগরিকতার আন্তর্জাতিক মেলবন্ধন। বঙ্গবন্ধু বৈশ্বিক, বঙ্গবন্ধু সার্বজনীন এবং বঙ্গবন্ধু চির আগামীর। ঠিক এমনই লিখেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন ।

 

অনুষ্ঠানের সভাপতিত্বে ছিলেন আধুনিক ভাষা ইনস্টিটিউট ছাত্রলীগের সভাপতি মানস মণ্ডল এবং অনুষ্ঠানের সঞ্চালনা করেন আধুনিক ভাষা ইনস্টিটিউট ছাত্রলীগের সাধারণ-সম্পাদক কৌশিক সাহা।

উল্লেখ্য, ১৯৭৪ সালে বঙ্গবন্ধুর নির্দেশেই প্রতিষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইন্সটিটিউট। পাশাপাশি বিশ্ব দরবারে বাংলা ভাষার মর্যাদা সমুন্নত রাখতে সদা প্রচেষ্ট এই প্রতিষ্ঠান।

বঙ্গবন্ধুর স্মরণে শোকাবহ আগস্টে বহুভাষিক স্মরণিকাও প্রকাশ করে প্রতিষ্ঠানটির শাখা ছাত্রলীগ। জাতির পিতার স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের প্রয়াসে এ স্মরণিকার সম্পাদনায়ও ছিলেন ভাষা ইন্সটিউট শাখা ছাত্রলীগ সাধারণ সম্পাদক কৌশিক সাহা।

Link copied!