তারা এভারেস্টের বাধা জয়ের মতোই জিতেছে: ওয়াসফিয়া নাজরীন

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ২১, ২০২২, ০৭:০২ পিএম

তারা এভারেস্টের বাধা জয়ের মতোই জিতেছে: ওয়াসফিয়া নাজরীন

ফাইনালে নেপালকে হারিয়ে প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার ফুটবল শ্রেষ্ঠত্ব অর্জন করে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। বুধবার দুপুর ১টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন বাংলার বাঘিনীরা। তাদের জয়ে অনেকেই অভিনন্দন জানিয়েছেন। বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কে টু ও সেভেন সামিট জয়ী পর্বতারোহী ওয়াসফিয়া নাজরীনও বাংলাদেশের নারী ফুটবল দলকে অভিনন্দন জানিয়ে তাঁর ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন।  দ্য রিপোর্ট ডট লাইভের পাঠকদের জন্য তাঁর ওই পোস্টটি হবহু তুলে ধরা হলো।

“SAFF Women’s Championship 2022 এ নেপালের মাটিতে নেপালের বিরুদ্ধে ৩-১ গোলের ব্যবধানে জয় লাভ করেছে বাংলাদেশ নারী ফুটবল দল।পায়ে বল নিয়ে প্রতিপক্ষের ১১ জন খেলোয়াড়কে কাটিয়ে পোস্টে ৩ গোল করে জয় লাভ, সহজ হিসাব। কিন্তু, হিসাবটা কি আসলেই এত সহজ?

মাঠে প্রতিপক্ষের ১১ জনকে কাটিয়ে গোল করার আগে বছরের পর বছর ধরে যে অসংখ্যা বাঁধা কাটিয়ে তারা এতদূর আসলো, সেটাও কিন্তু হিসাবের বাহিরে রাখলে চলবে না। অভাব নামক প্রতিপক্ষকের সাথে সার্বক্ষণিক ড্রিবল, মেয়েদের ফুটবল খেলতে না দেয়ার জন্য মিছিল, সমাজের বাঁকা চোখ, কটুক্তিসহ অসংখ্যা প্রতিপক্ষকে কাটিয়ে আজ তারা সাফ চ্যাম্পিয়ন।

তাদের ড্রিবল করা একেকটা বাঁধা, একেকটা মাউন্ট এভারেস্ট বা K2 পর্বতের মত। তারা অসম্ভব দক্ষতার পরিচয় দিয়ে সেই সব এভারেস্ট বা K2 সামিট করে অনন্য ইতিহাসের সৃষ্টি করেছে। তাদের এ জয় আমাকে যেমন অনুপ্রাণিত করেছে, আমার বিশ্বাস নারী-পুরুষ নির্বিশেষে দেশের সকলকে অনুপ্রাণিত করছে। আশা করি, বাংলাদেশ নারী ফুটবল দলের এই বিজয় আমাদের সমাজের নেতিবাচক মানসিকতা সম্পন্ন মানুষগুলোর মানসিতায় ইতিবাচক প্রভাব ফেলে পরিবর্তন আনবে।

সেই সাথে আমি আরো একটি বিষয় দাবি হিসেবে উল্লেখ করতে চাই, পুরুষ ও নারী খেলোয়াড়দের বেতন বৈষম্য দূর হোক। নারী খেলোয়াড়রা পুরষ খেলোয়াড়দের তুলনায় পরিশ্রম কিংবা প্র্যাকটিস তো কম করে না, সাফল্যের পাল্লাও কোন দিক থেকে কম না বরং পরিসংখ্যানের দিক থেকে বেশিই। তাহলে কেন বেতন বা পারশ্রমিকে এমন আকাশ পাতাল তফাত থাকবে। নারী-পুরুষের #EqualPay বিষয়টা সময়ের দাবি।”

Link copied!