আবার উন্মুক্ত হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ১৭, ২০২১, ০১:১০ পিএম

আবার উন্মুক্ত হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার

বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় শ্রমবাজার উন্মুক্ত হচ্ছে আগামী রবিবার (১৯ ডিসেম্বর) থেকে। এদিনই দেশটির সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করবে বাংলাদেশ।

শুক্রবার (১৭ ডিসেম্বর) সকালে প্রবাসীকল্যাণ ভবনে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ।

প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, “৪ বছর পর মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হচ্ছে। রবিবার এ বিষয়ে দেশটির সঙ্গে সমঝোতা চুক্তি হওয়ার কথা রয়েছে।”

এছাড়াও কর্মী প্রেরণ বিষয়ে সম্প্রতি গ্রীসের সঙ্গে বাংলাদেশের একটি আগ্রহপত্র স্বাক্ষরিত হয়েছে বলেও জানানো হয়। একইভাবে আলবেনিয়া, মাল্টা ও বসনিয়ার সঙ্গেও কর্মী প্রেরণ বিষয়ে চুক্তি স্বাক্ষরের অপেক্ষায় রয়েছে।

এছাড়াও বর্তমানে নতুন শ্রমবাজার হিসেবে কম্বোডিয়া, উজবেকিস্তান, পোল্যান্ড, হাঙ্গেরি, রোমানিয়াসহ আফ্রিকা মহাদেশের কয়েকটি দেশ এবং আপান, চীন, ক্রোয়েশিয়া, সেনেগাল, বুরুন্ডি, সিশেলস, মালয়েশিয়ার সারওয়াক প্রভৃতি দেশে কর্মী প্রেরণ শুরু করা হয়েছে।

শনিবার (১৮ ডিসেম্বর) আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে নানা আয়োজনের উদ্যোগ নিয়েছে মন্ত্রণালয়। এদিন সকাল সাড়ে ১০ টায় রাজধানীর শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অভিবাসী দিবসের মূল ও জাতীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। প্রতিবছরের মতো এবারও সিআইপি (এনআরবি) সম্মাননা, প্রবাসীদের মেধাবী সন্তানদের বৃত্তি প্রদান ও প্রামাণ্য চিত্র প্রদর্শনের আয়োজন করা হয়েছে। 

Link copied!