কেবল আন্ডারওয়্যার পরে কবিতার জন্য ধ্যান করতেন শক্তি চট্টোপাধ্যায়

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ২৬, ২০২১, ০৯:২৮ এএম

কেবল আন্ডারওয়্যার পরে কবিতার জন্য ধ্যান করতেন শক্তি চট্টোপাধ্যায়

গত ২৬ নভেম্বর ছিল বাংলা সহিত্য বিশেষ করে কবিতার জগতে আলোচিত নাম শক্তি চট্টোপাধ্যায়ের জন্মদিন। কবির জন্মদিন উপলক্ষ্যে স্মৃতিচারণ করেছেন তার কাছের বন্ধু সাহিত্যিক সন্দীপন চট্টোপাধ্যায়।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) রাতে এক ফেসবুক স্ট্যাটাসে সন্দীপন লিখেছেন, শক্তি চট্টোপাধ্যায় খালি গায়ে কেবল আন্ডারওয়্যার পরে শুয়ে পা নাচিয়ে কবিতার জন্য ধ্যান করতেন।

পড়ুন: চিনুয়া আচেবে: অন্ধকারে এক সুতীব্র আলোকচ্ছটা

ফেসবুক স্ট্যাটাসে সন্দীপন লিখেছেন, “সেটা ১৯৫৯ সাল। আমি কলকাতা কর্পোরেশনে সবে চাকরিতে ঢুকেছি। ঢুকেই বাড়ির সঙ্গে মিথ‍্যে ঝগড়া করে শিয়ালদহের কাছে ২৪-বি নূর মহম্মদ লেনের একটি রাস্তার ধারের চুনকাম-করা প্রাক্তন রান্নাঘরে ৩০ টাকা ভাড়ায় থাকি। স‍্যাক্সবিতে কাজ করতে যায়, এই মর্মে  শক্তি রোজ দশটায় আমার ঘরে এসে ওঠে এবং টাই-ফাই খুলে রেখে পাক্ষিক কাচা হয় এমন আন্ডার উইয়ার পরে খালি গায়ে, বিছানায় উপুড় হয়ে পা নাচায়। উপুড় হয়ে পা নাচানো ওর পদ‍্য লেখার একমাত্র সিম্পটম ছিল তখন (না জানি, এখন কীভাবে লেখে।) 'হে প্রেম হে নৈশঃব্দ‍্য'র অনেক কবিতাই ওই ভাবে লেখা, অর্থাৎ বিছানায় শুয়ে লেখা।”

Link copied!