তরুণ শিল্পীদের মৌলিক অ্যালবাম 'আগুন পাখির গান’

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ১১, ২০২১, ০৮:৩৮ পিএম

তরুণ শিল্পীদের মৌলিক অ্যালবাম 'আগুন পাখির গান’

বাংলা গানের জগতে আজকাল মৌলিক গানের সংখ্যা এত কম যে, হাতে গোনা সম্ভব। কোভিড-১৯ মহামারির সঙ্গে সঙ্গে বাংলা গানের জগতেও যেন নেমে এসেছে স্থবিরতা। সেই স্থবিরতা কাটাতে, মৌলিক গানের খরা কাঁটাতে একদল তরুণ হাজির হয়েছেন মৌলিক গানের অ্যালবাম ‘আগুন পাখির গান’ নিয়ে। 

সম্প্রতি নতুন শিল্পীদের ৫টি মৌলিক গান নিয়ে সকল অডিও প্লাটফর্মে প্রকাশ পেয়েছে অ্যালবাম 'আগুন পাখির গান'। গত ৪ নভেম্বর গোপী বাঘা প্রোডাকশন লিমিটেড (Goopy Bagha Productions Ltd.) ও ঝিড়ঝিড় (ZHIR ZHIR) এর যৌথ প্রচেষ্টায় এই অ্যালবমে অংশগ্রহণ করেছে গঞ্জে ফেরেশতা ও অবান্তর নামে দুটি ব্যান্ড এবং সলো গান করেছে সুডোস অন আ রং রুট, হাসান জয় ও নবনীতা হৃদি।

টিম গুপী বাঘা ও টিম ঝিরঝির এর তিন মাসব্যাপী প্রচেষ্টায় কম্পোসিশন, রেকর্ডিং ও মিক্সিং-মাস্টারিং শেষে গানগুলোর প্রকাশের জন্য প্রস্তুত করা হয়েছে। তূলনামূলক তরুণ এই পাঁচ মৌলিক শিল্পী-ব্যান্ডদের গানগুলো পাওয়া যাবে স্পটিফাই, এপল মিউসিক, আই টিউন্স, এমাজন, আই-হার্ট রেডিও, ডিযার সহ আরও নানা অডিও প্লাটফর্মে!

এই মিক্সড অ্যালবামে পুরানের পাখি গানটি করেছে ব্যান্ড গঞ্জে ফেরেশতা। এই ব্যান্ডের ভোকাল সৈয়দ ফরহাদ দ্য রিপোর্ট ডট লাইভকে বলেন, ‘এইটা একটা চমৎকার উদ্যোগ। গানের পাশাপাশি আমরা যারা গান করেছি তাদের মাঝে চিন্তা-চেতনা এবং পরামর্শের একটা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল এই কালেক্টিভ প্রচেষ্টায়। আয়োজকরা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছে গান রেকর্ডিং এর যাবতীয় খরচের দায়িত্ব নিয়ে। আমাদের মাঝেও কখনও গানের কপিরাইট নিয়ে জিম্মি হওয়ার কোন আশংকা কাজ করেনি। সব মিলে যৌথভাবে কাজ করার একটা সুন্দর জার্নি’।

'আগুন পাখির গান' অ্যালবাম প্রকাশের উদ্দেশ্য সম্পর্কে জানতে চাইলে ঝিরঝির লিমিটেডের সহপ্রতিষ্ঠাতা জাফরী আবেদীন দ্য রিপোর্ট ডট লাইভকে জানান, ‘এটা অবশ্যই আমাদের জন্য একটা নতুন অভিজ্ঞতা। গোপী বাঘা ও আমাদের যৌথ উদ্যোগে ৫ জন চমৎকার শিল্পীদের সাথে নিয়ে মৌলিক গান বিষয়ে উৎসাহিত করতে আগুন পাখির গান নিয়ে কাজ শুরু করেছি মাত্র। সবাই মিলে বেশ ক'মাস একসাথে কাজ করে আমরা একটা ভিন্ন কিছু করার চেষ্টা করেছি এবং বেশ কিছুদিন অপেক্ষার পর এলবাম মুক্তিতে আমরা আনন্দিত! সামনে 'আগুন পাখির গান' নিয়ে আরও কাজ করার ইচ্ছা আছে আমাদের!‘

গোপী বাঘা প্রোডাকশন লিমিটেড এর প্রতিষ্ঠাতা আরিফুর রহমান ডিজিটাল কনটেন্টের জোয়ারে অডিও এলবাম প্রকাশের সিদ্ধান্ত সম্পর্কে জানতে চাইলে দ্য রিপোর্ট ডট লাইভকে জানান, ডিজিটাল প্লাটফর্মে চটকদার ভিডিওর কারণে গানের লাইফ সার্কেলটা সংক্ষিপ্ত হয়ে যায়। একটা গানের অন্তর্নিহিত ভাবটা বোঝার জন্যে শোনা জরুরি। শুনে শুনে স্রোতা তার মতো করে একটা দৃশ্য কল্পনা করে যা ভিডিওর ক্ষেত্রে হয়না। আমরা অডিও প্রকাশের মাধ্যমে দর্শকদের সেই চিন্তার জায়গাটা দিতে চেয়েছি।

একজন ইন্ডিপেন্ডেন্ট ফিল্মমেকার হিসেবে যারা ইন্ডিপেন্ডেন্টলি নিজের গান নিয়ে কাজ করেন তাদের নিয়ে কাজ করে যাবো। ভবিষ্যতে এইরকম চিন্তার মানুষের সহযোগিতা পেলে এই উদ্যোগকে আরও এগিয়ে নেয়া সহজ হবে তিনি যুক্ত করেন।

Link copied!