আন্তর্জাতিক বিশ্বও বলছে বাংলাদেশে গণতন্ত্র নেই: ড. মোশাররফ

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ২০, ২০২৩, ১০:২৫ পিএম

আন্তর্জাতিক বিশ্বও বলছে বাংলাদেশে গণতন্ত্র নেই: ড. মোশাররফ

দেশের স্বার্থে বর্তমান সরকারের বিদায় জরুরি বলে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, “আন্তর্জাতিক বিশ্বও বলছে বাংলাদেশে কোনো গণতন্ত্র নেই। দেশের জনগণের পাশাপাশি আন্তর্জাতিক বিশ্বও বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার দেখতে চায়।”

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে সোমবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে বিএনপি আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। 

ড. মোশাররফ বলেন, “রাজপথের শান্তিপূর্ণ গণআন্দোলনের মাধ্যমে গণঅভ্যুত্থান সৃষ্টি করে আওয়ামী লীগ সরকারকে বিদায় করা হবে। যত দ্রুত তাদের বিদায় করতে পারবো, বাংলাদেশের জন্য ততই মঙ্গল।”

অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের সভাপতিত্ব করার কথা থাকলেও হঠাৎ অসুস্থ হয়ে গুলশানের ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন থাকায় ড. খন্দকার মোশাররফ সভাপতিত্ব করেন।

ভাষা আন্দোলন বা মুক্তিযুদ্ধের চেতনা, গণতন্ত্র এদেশে বারবার হত্যা হয়েছে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেন,“ প্রথম হত্যা হয়েছে আজকে যারা ক্ষমতায় আছে এই আওয়ামী লীগ যখন স্বাধীনতার পর ক্ষমতায় ছিল তখন। তারা গণতন্ত্রকে হত্যা করেছে একদলীয় বাকশাল করে। আজকে আবার এই আওয়ামী লীগ ক্ষমতায়, ১৪ বছর গায়ের জোরে ক্ষমতায় থাকার জন্য তারা গণতন্ত্রকে হত্যা করেছে।”

তিনি বলেন, “আন্তর্জাতিক বিশ্ব বলছে, বাংলাদেশে গণতন্ত্র নেই।দেশের জনগণের পাশাপাশি আন্তর্জাতিক বিশ্বও বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার দেখতে চায়।”

দলের প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি ও সহ প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলিমের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন-স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, বিএনপি নেতা আমান উল্লাহ আমান, আবদুস সালাম।

Link copied!