আন্দোলন ঠেকাতে করোনার নামে সরকারের বিধিনিষেধ: রিজভী

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ১১, ২০২২, ০৩:৪১ পিএম

আন্দোলন ঠেকাতে করোনার নামে সরকারের বিধিনিষেধ: রিজভী

শুধুমাত্র বিএনপির সভা সমাবেশ ঠেকাতে সরকার করোনাভাইরাস মোকাবিলার নামে নতুন বিধিনিষেধ জারি করার চিন্তাভাবনা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ।

মঙ্গলবার (১১ জানুয়ারি) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপি আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রুহুল কবীর রিজভী বলেন, “শুধুমাত্র বিএনপি'র সভা-সমাবেশ ঠেকাতেই গতকাল জারি করা বিধিনিষেধ দেয়া হয়েছে কিনা তা নিয়েই জনগণের কাছে প্রশ্ন রয়েছে। কারণ সরকারের বিরুদ্ধে মানুষ জেগে উঠেছে এবং ১৪৪ ধারা ভেঙে সভা সমাবেশে যোগ দিতে শুরু করেছে। এতে আতঙ্কিত সরকার। যতই চক্রান্তের জাল ফেলা হোক না কেন, এই অবৈধ সরকারের পতন ঠেকানো যাবে না।”

নিষেধাজ্ঞা দিয়ে সরকার বিরোধী আন্দোলন ঠেকানো যাবেনা উল্লেখ করে বিএনপির এই অন্যতম শীর্ষ নেতা বলেন, “ আন্দোলন দমানোর জন্য নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক মামলায় ষড়যন্ত্রের মাধ্যমে সাজা দেয়া হচ্ছে। সামনের নির্বাচনকে সামনে রেখে এই সাজা দেয়া বলে অভিযোগ করেন রিজভী।”

রিজভী বলেন, “টিকা ও করোনা সামগ্রী নিয়ে কেলেংকারি ছাড়া আর কিছু দিতে পারেনি সরকার। সঠিক ব্যবস্থা নিতে পারলে করোনা সংক্রমন বাড়তোনা।”

করোনার টিকাদান কর্মসুচির ধীরগতির সমালোচনা করে বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, “বাংলাদেশে এখন পর্যন্ত দুই ডোজে টিকা দেয়া হয়েছে ৩০ শতাংশ। করোনা শুরু হয়েছে প্রায় দুই বছর। যদি শুরুতেই উদ্যোগ নিতো সরকার তাহলে প্রায় শতভাগ করোনা টিকা দেওয়া সম্ভব হতো। দক্ষিণ এশিয়ার অনেক দেশই ৬০ভাগ এর উপরে টিকা দেয়া সম্পন্ন করেছে।”

Link copied!