ইলিশ রক্ষা অভিযানে ৫৫ জেলে আটক

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ১১, ২০২২, ০২:০৭ পিএম

ইলিশ রক্ষা অভিযানে ৫৫ জেলে আটক

ইলিশ ধরতে নিষেধাজ্ঞা দেয়ার পরও মা ইলিশ ধরার সময় শরীয়তপুরে গত ২৪ ঘণ্টায় ৪ ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫৫ জেলে আটক হয়েছে। এ ছাড়া, ২৩৫ কেজি ইলিশ ও ৫ লাখ ৮২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

গতকাল সোমবার ভোর ৬টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত এ অভিযান চালানো হয়। আজ মঙ্গলবার দুপুরে শরীয়তপুর জেলা মৎস্য কর্মকর্তা প্রণব কুমার কর্মকার এসব তথ্য জানিয়েছেন।

৫৫ জেলে আটকের বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, 'জেলা প্রশাসন, মৎস্য বিভাগ, জেলা পুলিশ ও র‍্যাব-৮ এর সমন্বয়ে যৌথভাবে শরীয়তপুরের জাজিরার নাওডোবা থেকে গোসাইরহাটের নলমুরি পর্যন্ত ৭১ কিলোমিটার পদ্মা ও মেঘনায় অভিযান চালানো হয়।'

প্রণব কুমার কর্মকার আরও জানান, ৪ ভ্রাম্যমাণ আদালত ৫৫ মামলায় জেলেদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে। সে সময় ৫ লাখ ৮২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে তা পুড়িয়ে ফেলা হয়েছে। উদ্ধারকৃত ২৩৫ কেজি ইলিশ গরিব, এতিমখানা ও মাদ্রাসায় দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

Link copied!