জানুয়ারি ৬, ২০২২, ০৮:২২ পিএম
নির্বাচন কমিশনে (ইসি) ৩৩ শতাংশ নারী সদস্য নিশ্চিত করার প্রস্তাব দিয়েছে গণফ্রন্ট। নির্বাচন কমিশন গঠনের বিষয়ে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনায় গণফ্রন্টের প্রতিনিধিদল রাষ্ট্রপতির কাছে তাদের দেয়া প্রস্তাবনায় নয় সদস্যবিশিষ্ট কমিশন গঠন করে তাদের মধ্যে ৩ জন নারী নিয়োগের আহ্বান জানায়।
রাজনৈতিক দলগুলোর সাথে রাষ্ট্রপতির ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে বৃহস্পতিবার গণফ্রন্ট এবং লিবারাল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) এর আলোচনায় অংশগ্রহণ করার কথা থাকলেও এলডিপি পূর্বেই আলোচনায় অংশ না নেয়ার কথা জানিয়ে দেয়।
পূর্বনির্ধারিত সূচী অনুযায়ী বৃহস্পতিবার বিকেল ৬ টায় গণ ফ্রন্টের সাত সদস্যবিশিষ্ট প্রতিনিধিদল বঙ্গভবনে প্রবেশ করে। আলোচনা শেষে গণ ফ্রন্টের চেয়ারম্যান অ্যাডভোকেট জাকির হোসেন তাদের প্রস্তাবনা সম্পর্কে সাংবাদিকদের জানান।
জাকির হোসেন দাবি করেন, রাজনৈতিক দলগুলোকে তাদের কমিটিতে ৩৩ শতাংশ নারী সদস্য নিশ্চিত করতে বলা হলেও একমাত্র গণ ফ্রন্টই এই শর্ত পূরণ করতে সফল হয়েছে। এসময় তিনি বলেন, রাজনৈতিক দলগুলোকে শর্ত দিলেও, নির্বাচন কমিশনেই ৩৩ শতাংশ নারী সদস্য নেই।
তিনি বলেন, নির্বাচন কমিশন গঠনের জন্য যুগোপযোগী আইন প্রণয়ন এবং কমিশনকে তাদের কাজের ক্ষেত্রে পূর্ণ স্বাধীনতা প্রদানের জন্য প্রস্তাব দিয়েছেন তারা। এছাড়াও ৩৩ শতাংশ নারী সদস্য নিশ্চিত করার জন্য নয় সদস্যবিশিষ্ট কমিশন গঠন করে তাদের মধ্যে তিনজন নারী নিয়োগের প্রস্তাব দিয়েছে।
এছাড়াও কমিশনে নিয়োগপ্রাপ্ত সদস্যদের সম্পদ বিবরণী প্রতি বছর জনসম্মুখে প্রকাশ করাসহ মোট ১৪ দফা প্রস্তাবনা দিয়েছেন বলে জানান তিনি।