এক দফা দাবি আদায়ে অচিরেই কঠোর কর্মসূচি আসছে: গয়েশ্বর চন্দ্র

নিজস্ব প্রতিবেদক

জুলাই ১৯, ২০২৩, ০১:০৮ এএম

এক দফা দাবি আদায়ে অচিরেই কঠোর কর্মসূচি আসছে: গয়েশ্বর চন্দ্র

সংগৃহীত ছবি

চলমান ‘এক দফা’ দাবি আদায়ে বিএনপি আরও বড় ও কঠোর কর্মসূচি দেবে বলে জানিয়েছেন দলঠির স্থায়ী কমিটির অন্যতম সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

মঙ্গলবার (১৮ জুলাই) পূর্বঘোষিত দাবি আদায়ের লক্ষ্যে ঢাকা আরিচা মহাসড়কের আশুলিয়ার ইসলামপুর থেকে নবীনগর পর্যন্ত পদযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, “এক দফা দাবি বিএনপির না। এ দাবি সাধারণ জনগণের। আমাদের চেয়ারম্যানের সঙ্গে কথা হয়েছে; আমরা অচিরেই এক দফা আন্দোলনের সফলতা আনার জন্য কঠোর কর্মসূচিতে যাব।”

কর্মসূচিতে বিএনপি ও তার অঙ্গ-সংগঠনগুলোর বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক যোগ দেওয়ায়  ঢাকা-আরিচা মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। 

পদযাত্রায় ‘বর্তমান সরকারকে অবৈধ সরকার’ মন্তব্য করে এই সরকারের পতন না হওয়া পর্যন্ত বিএনপি ঘরে ফিরে যাবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী।

ঢাকা জেলা শাখা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকের সভাপতিত্বে পদযাত্রায় অন্যদের মধ্যে বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান, ঢাকা জেলা বিএনপির সাবেক সভাপতি ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু, যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. আইয়ুব খান উপস্থিত ছিলেন।

Link copied!