কুমিল্লায় বাবার কাছে পাওনা আদায়ে ছেলেকে গাছে বেঁধে নির্যাতন

দ্য রিপোর্ট ডেস্ক

মে ৭, ২০২২, ১০:২৮ এএম

কুমিল্লায় বাবার কাছে পাওনা আদায়ে ছেলেকে গাছে বেঁধে নির্যাতন

কুমিল্লার বুড়িচংয়ে বাবার কাছে পাওনা ৪৫০ টাকা আদায়ে তার স্কুলশিক্ষার্থী ছেলেকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে পাওনাদারের বিরুদ্ধে। এ ঘটনায় ওই শিক্ষার্থীর বাবা বুড়িচং থানায় লিখিত অভিযোগ করেছেন। বুড়িচং থানার পরিদর্শক (তদন্ত) মো. মাকসুদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, 'ভুক্তভোগীর বাবা থানায় অভিযোগ দিয়েছেন। ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে, দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।'

ওই শিক্ষার্থীর বাবা বলেন, 'কিছুদিন আগে পাশের গ্রাম ভৈরবপুর এলাকার দুলু মিয়ার ছেলে নাহিদুলের দোকান থেকে একটি খাট বানিয়েছিলাম। তার প্রায় সব টাকা পরিশোধ করেছি। কেবল ৪৫০ টাকা বকেয়া ছিল। ঈদের কয়েকদিন আগে নাহিদুল আমার বাড়িতে এসে এই টাকার জন্য চাপ দেয় ও গালামন্দ করে। এ সময় তাকে অনুনয় করে জানাই সপ্তাহখানেক পরে দিয়ে দেব। তবুও সে এটা নিয়ে বাড়াবাড়ি করে আমার গায়ে হাত তোলে।' ঈদের দিন আমার ছেলে বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হলে তাকে তার বন্ধুদের সামনে থেকে অস্ত্র ঠেকিয়ে টেনে হিঁচড়ে নিয়ে যায় নাহিদুলের ভাই নাজমুল, আনোয়ার ও জসিম। নাজমুল তার বাড়িতে নিয়ে গাছের সঙ্গে বেঁধে রেখে মারধর করে। এ সময় আমি বাইরে কাজে ছিলাম। খবর পেয়ে বাড়িতে এসে থানায় যোগাযোগ করি। পরে স্থানীয় ইউপি সচিব ও গ্রাম পুলিশ সেখান থেকে আমার ছেলেকে উদ্ধার করে নিয়ে আসে।

তিনি আরও বলেন, 'আমি গরিব মানুষ, যে সামান্য লেনদেন সেটা আমার সঙ্গে। কিন্তু, তারা আমার ছেলেকে নির্যাতন করেছে। আমি এই জঘন্য ঘটনার সঠিক বিচার চাই। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছি।' এসব অভিযোগের বিষয়ে জানতে নাহিদুল ও নাজমুলের মুঠোফোনে যোগাযোগ করা হলেও তারা ফোন ধরেননি। বাকশিমুল ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল করিম বলেন, 'সদর ইউনিয়নের সচিব ঘটনাস্থল থেকে ওই কিশোরকে উদ্ধার করেন। বিষয়টি আমি পরে জেনেছি।'

Link copied!